shono
Advertisement
Bangladesh

'সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করুন', একমাসে ৫ হিন্দু খুনে বাংলাদেশকে কড়া বার্তা ভারতের

কী বার্তা দিল ভারত?
Published By: Amit Kumar DasPosted: 08:28 PM Jan 09, 2026Updated: 08:28 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বেলাগাম হিংসার ঘটনায় মহম্মদ ইউনুসের প্রশাসনকে কড়া বার্তা দিল ভারত। গত একমাসে অন্তত ৫ জন হিন্দুকে হত্যার পাশাপাশি ভাঙা হয়েছে অসংখ্য মন্দির। বাংলাদেশে বাড়তে থাকা মৌলবাদে লাগাম টানার কড়া নির্দেশ দিল ভারত। দ্রুত এবং কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে ইউনুস সরকারকে।

Advertisement

সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা হিংসার ঘটনায় শুক্রবার বাংলাদেশকে কড়া বার্তা দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়ওসয়াল। তিনি বলেন, "আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর উগ্রপন্থীদের হামলার উদ্বেগজনক প্রবণতা বারবার লক্ষ্য করছি। তাঁদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে। এই ধরনের সাম্প্রদায়িক হামলার ঘটনা রুখতে দ্রুত এবং দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে। ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধ হিসাবে দেখিয়ে এইসব ঘটনা উড়িয়ে দেওয়ার প্রবণতা অপরাধীদের সাহস যোগায় এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তোলে।"

উল্লেখ্য, গত একমাসে দফায় দফায় সংখ্যালঘু হিন্দু হত্যার ঘটনা ঘটেছে বাংলাদেশে। গত ১৮ ডিসেম্বর মৌলবাদীরা হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করে। গণপিটুনি দেওয়ার পর গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয় দীপুকে। এই ঘটনায় শুরুতে কোনও পদক্ষেপ দেখা যায়নি বাংলাদেশ পুলিশের তরফে। পড়ে আন্তর্জাতিক চাপের মখে গ্রেপ্তার করা হয় ১২ জনকে। এরপর ২৪ ডিসেম্বর অমৃত মণ্ডল নামে এক যুবককে হত্যা করা হয়। ৩১ ডিসেম্বর দোকান বন্ধ করে ফেরার সময় খোকন চন্দ্র দাস নামে ৫০ বছরের এক ব্যক্তির উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। বাংলাদেশে পরপর এই ধরনের ঘটনায় এবার কড়া বার্তা দিল বিদেশমন্ত্রক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বেলাগাম হিংসার ঘটনায় মহম্মদ ইউনুসের প্রশাসনকে কড়া বার্তা দিল ভারত।
  • বাংলাদেশে বাড়তে থাকা মৌলবাদে লাগাম টানার কড়া নির্দেশ দিল ভারত।
  • দ্রুত এবং কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে ইউনুস সরকারকে।
Advertisement