বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ২৭ লক্ষ ৬৭ হাজার ২৭৪ জন। মৃত্যু হয়েছে ৫২ হাজার ৮৮৯ জনের। রাজ্যে সংক্রমিত ১,২৫, ৯২২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৮১ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১০.৩১: ২৪ ঘণ্টায় রাজস্থানে করোনা আক্রান্ত ১ হাজার ৩১২ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।
রাত ১০.১০: ভয়াবহ পরিস্থিতি কর্ণাটকে। একদিনে সংক্রমিত ৮৬৪২ জন। শুধুমাত্র রাজধানী বেঙ্গালুরুতেই আক্রান্ত ২৮০৪। একদিনে মৃত্যু হয়েছে ১২৬ জনের।
রাত ৯.৫০: এখনও পুরোপুরি বাগে আসেনি দিল্লিতে করোনার সংক্রমণ। দৈনিক টেস্ট সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন দিল্লি হাই কোর্ট। রাজধানীর আকাশ থেকে দুশ্চিন্তার মেঘ এখনও কাটেনি।
সন্ধে ৮.৪০: রাজ্যে একদিন করোনা আক্রান্ত ৩১৬৯। মৃত্যু হয়েছে ৫৩ জনে। মোট আক্রান্ত বেড়ে হল ১,২৫, ৯২২। মৃতের সংখ্যা বেড়ে হল ২৫৮১। তবে আশা জোগাচ্ছে সুস্থতার হার বৃদ্ধি। সুস্থতার হার ৭৬ শতাংশ ছুঁইছুঁই।
সন্ধে ৬.০০: কেরলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় আড়াই হাজার।
বিকেল ৫.১৪: অন্ধ্রপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ১০ হাজার জন।
বিকেল ৪.৫৩: Serum Institute ভ্যাকসনিরে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চলেছে। ১৬০০ জন স্বেচ্ছাসেবীর উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
বিকেল ৪.৪৫: করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন রাজ্যে মন্ত্রী স্বপন দেবনাথও।
বিকেল ৪.৪০: করোনাযুদ্ধে জয়ী হয়ে ১৪ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মহেশতলার বিধায়ক দুলাল চন্দ্র দাস। গত ৫ আগস্ট তিনি করোনা পজিটিভ হন। ওইদিনই তাঁকে ভরতি করা হয় মহেশতলার কস্তুরী দাস সুপার স্পেশালিটি হাসপাতালে। পাঁচদিন আগে তাঁর আবার করোনা পরীক্ষা হলে রিপোর্ট নেগেটিভ আসে। ১৪ দিন হাসপাতালে থেকে চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হওয়ার পর বুধবারই ৭৬ বছর বয়সী এই প্রবীণ বিধায়ককে হাসপাতাল থেকে ছাড়া হয়।
বিকেল ৪.০০: নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত আরও ৫ জন।
দুপুর ২.৪৭: ইরানে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার।
দুপুর ৩.১২: মেঘালয়ে করোনা আক্রান্ত ৪৯ জন। তাঁদের মধ্যে ১৭ জনই বিএসএফ জওয়ান।
দুপুর ২.৫৭: নেপালের রাজধানী কাঠমান্ডুতে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করল ওলি সরকার। এমনকী, সেখানে গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা জারি হল।
বেলা ১.৩৭: দেশে করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় কোভিডমুক্তির সংখ্যা রেকর্ড গড়েছে। একদিনে সুস্থ হয়েছে ৬০ হাজারেরও বেশি।
বেলা ১.২০: দেশে মৃত্যুহার কমে দাঁড়াল ১.৯১ শতাংশ।
বেলা ১২.৫৫: দক্ষিণ কোরিয়ায় ফের বাড়ছে করোনা সংক্রমণ। গিরজায় জমায়েত করছেন নাগরিকরা। সেখান থেকেই করোনা ছড়াচ্ছে বলে মনে করছে প্রশাসন।
বেলা ১২.৪২: করোনা আক্রান্ত ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে বৈঠকের পরদিনই সংক্রমিত হয়েছেন তিনি
বেলা ১২.৩৫: বাংলার নিউটাউনে প্রথম ব়্যাপিড টেস্টিং সেন্টার চালু হল।
সকাল ১১.৫০: হংকং এয়ার ইন্ডিয়ার বিমানের উপর সাময়িক নিষেধাজ্ঞা চাপাল। বিমানের এক যাত্রী করোনা আক্রান্ত হওয়ায়, আগস্টের শেষঅবধি হংকংয়ে যাবে না ভারতের বিমান।
সকাল ১১.৪০: রাজস্থানে করোনা আক্রান্ত আরও ৬৯৯ জন।
সকাল ১০.৪০: তেলেঙ্গানায় করোনা আক্রান্ত আরও ১৭০০ জন।
সকাল ৯.৩৮: পরপর তিনদিন সংক্রমণ কমার পর একলাফে অনেকটাই বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৩১ জন। মৃত্যু হয়েছে ১০৯২ জনের।
সকাল ৯.৩৫: গত ২৪ ঘণ্টায় দেশে আট লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
সকাল ৯.২০: মিজোরামে করোনা আক্রান্ত আরও ৮৬০ জন।
সকাল ৯.১০: পুণেতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। মেয়রের সাফাই, অনেক বেশি লালারসের নমুনা পরীক্ষা করা হচ্ছে, তাই বেশি আক্রান্তের হদিশ মিলছে।
সকাল ৮.১৫: ১৩ দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচাল চালু নিয়ে কথা বলছে ভারত।
সকাল ৮.১০: মহামারী আবহেও উত্তরপ্রদেশে জালুন জেলার এক সরকারি স্কুলে ক্লাস চলছে। স্কুলে আসছেন খুদে পড়ুয়ারাও।
সকাল ৮.০৮: অস্ট্রেলিয়ায় করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। জানালেন সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন।
সকাল ৮.০০: ব্রাজিলে করোনা সংক্রমিতের সংখ্যা ৩০ লক্ষের গণ্ডি ছাড়াল। মৃতের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার।
The post একদিনে সংক্রমিত ৮৬৪২, মৃত ১২৬ জন! ভয়াবহ পরিস্থিতি কর্ণাটকে appeared first on Sangbad Pratidin.