shono
Advertisement
Maoists

২০২৬ সালেই নিশ্চিহ্ন হবে মাওবাদীরা! ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৯ জনের, মাথার দাম ছিল ৪৭ লাখ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া ‘চরম সময়সীমা’ শেষ হতে বাকি আর দেড় মাস। তার আগে জোরকদমে যখন যৌথ বাহিনীর অভিযান চলছে, তেমনই চলছে আত্মসমর্পণ পর্ব।
Published By: Saurav NandiPosted: 05:46 PM Jan 23, 2026Updated: 05:46 PM Jan 23, 2026

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া ‘চরম সময়সীমা’ শেষ হতে বাকি আর দেড় মাস। তার আগে জোরকদমে যখন যৌথ বাহিনীর অভিযান চলছে, তেমনই চলছে আত্মসমর্পণ পর্ব। শুক্রবার আরও ৯ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন ছত্তিশগড়ে। ধামতারি জেলা পুলিশের কাছে তাঁরা আত্মসমর্পণ করেন। তাঁদের মাথার দাম সব মিলিয়ে ছিল ৪৭ লাখ।

Advertisement

রায়পুর রেঞ্জের আইজিপি অমরেশ মিশ্র জানান, আত্মসমর্পণকারী ৯ জনের মধ্যে ৭ জনই মহিলা। তাঁরা সকলেই ওড়িশার নাগরি এবং সীতানদী এরিয়া কমিটির সদস্য। মাওবাদী মতাদর্শ এবং জঙ্গলজীবন নিয়ে বীতশ্রদ্ধ হয়ে তাঁরা আত্মসমর্পণ করেছেন। সরকারের পুনর্বাসন নীতিতেও আকৃষ্ট হয়েছেন তাঁরা। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন সীতানদী এরিয়া কমিটির সম্পাদক জ্যোতি, শাখা কমিটির সদস্য ঊষা ওরফে বলম্মা। তাঁদের দু'জনের মাথার দাম ৮ লাখ করে।

পুলিশকর্তা বলেন, "রায়পুর রেঞ্জের ধামতারি এবং গড়িয়াবন্দ জেলায় যত জন বড় বড় মাওবাদী নেতা-নেত্রী ছিল, তাদের সকলেই হয় নিহত হয়েছে, নয়তো আত্মসমর্পণ করেছে। কিংবা এলাকা ছেড়ে চলে গিয়েছে। আত্মসমর্পণকারীদের থেকে পাঁচটি ইনসাস রাইফেল, ২টি এসএলআর, একটি কার্বাইন এবং একটি মাজল লোডিং গান।"

প্রসঙ্গত, আগামী ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করার লক্ষ্য নিয়েছেন শাহ। সেই মতোই অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, চলতি বছরেই ছত্তিশগড়ে ১৮৯ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। গত বছর আত্মসমর্পণ করেছিলেন অন্তত ১৫০০ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement