shono
Advertisement
Ram Vilas Vedanti

রামমন্দির আন্দোলনের অন্যতম সন্ত রামবিলাস প্রয়াত, মঙ্গলে অযোধ্যায় জলসমাধি প্রাক্তন সাংসদের

বেদান্তির মৃত্যুতে শোকবার্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
Published By: Amit Kumar DasPosted: 03:13 PM Dec 15, 2025Updated: 07:14 PM Dec 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রামমন্দির আন্দোলনের অন্যতম সন্ত তথা বিজেপির প্রাক্তন সাংসদ রামবিলাস বেদান্তি প্রয়াত। দীর্ঘদিন ধরে নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন এই নেতা। সোমবার দুপুরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। জানা যাচ্ছে, মঙ্গলবার সরযূ নদীতে জলসমাধি দেওয়া হয়ে তাঁকে। রামবিলাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisement

জানা গিয়েছে, ৬৭ বছর বয়সি রামবিলাস রামকথা অনুষ্ঠানে যোগ দিতে মধ্যপ্রদেশের রেওয়াতে এসেছিলেন। গত দু'দিন ধরে এখানেই ছিলেন তিনি। গত রবিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। জানা গিয়েছে, মূত্রত্যাগ হচ্ছিল না তাঁর। সমস্যা গুরুতর আকার নিলে রেওয়াতে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। খবর পেয়ে তাঁকে ভোপাল নিয়ে আসার জন্য এয়ারলিফটের ব্যবস্থা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তবে দৃশ্যমানতা কম থাকায় বিমানের ভোপাল নামা সম্ভব হয়নি। ফের রেওয়ায় নিয়ে যাওয়া হয় তাঁকে।

এহেন পরিস্থিতির মাঝে রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সোমবার সকালে ফের হৃদরোগ হয় তাঁর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাসপাতালে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। ফের এয়ারলিফট করার প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে তাঁর শারীরিক অবস্থা বিচার করে চিকিৎসকরা আর সেই অনুমতি দেননি। এই অবস্থায় সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

বেদান্তির মৃত্যুর খবর পাওয়ার পর এক্স হ্যান্ডেলে শোকবার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি লেখেন, 'শ্রী রাম জন্মভূমি আন্দোলনের একজন বিশিষ্ট স্তম্ভ, প্রাক্তন সাংসদ এবং শ্রী অযোধ্যা ধামের বশিষ্ঠ আশ্রমের শ্রদ্ধেয় সন্ত ডঃ রাম বিলাস বেদান্তি মহারাজের প্রয়াণ আধ্যাত্মিক জগৎ এবং সনাতন সংস্কৃতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর প্রয়াণ একটি যুগের সমাপ্তি। ধর্ম, সমাজ এবং জাতির সেবায় নিবেদিত তাঁর ত্যাগময় জীবন আমাদের সকলের অনুপ্রেরণা। আমরা ভগবান শ্রী রামের কাছে প্রার্থনা করি তিনি যেন প্রয়াত এই মহাত্মাকে তাঁর পবিত্র চরণে স্থান দেন এবং শোকাহত শিষ্য ও অনুরাগীদের এই অপরিসীম শোক সহ্য করার শক্তি দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অযোধ্যায় রামমন্দির আন্দোলনের অন্যতম সন্ত তথা বিজেপির প্রাক্তন সাংসদ রামবিলাস বেদান্তি প্রয়াত।
  • সোমবার দুপুরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
  • মঙ্গলবার সরযূ নদীতে জলসমাধি দেওয়া হয়ে রামবিলাসকে।
Advertisement