shono
Advertisement

Breaking News

হৃদরোগে আক্রান্ত বাবা, খবর পেয়ে ২১০০ কিমি সাইকেল যাত্রা যুবকের

যুবককে সাহায্য করেন সিআরপিএফ জওয়ানরা। The post হৃদরোগে আক্রান্ত বাবা, খবর পেয়ে ২১০০ কিমি সাইকেল যাত্রা যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:01 PM Apr 05, 2020Updated: 08:03 AM May 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনে অসুস্থ বাবাকে দেখতে দু হাজারের বেশি রাস্তা অতিক্রম করলেন এক যুবক। সাইকেলে চেপে মুম্বই থেকে পারি দিলেন জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে। মাঝ রাস্তা থেকে তাঁকে সাহায্য করলেন সিআরপিএফ জওয়ানরা।

Advertisement

একেই বলে টান, যা একেবারেই বাধভাঙা। বাবার অসুস্থতার খবর পেয়ে নিজেকে আটকে রাখতে পারেননি বছর ত্রিশের এই যুবক, আরিফ। অপত্য স্নেহের টানে লকডাউনের বাধ ভেঙে সাইকেলে চেপেই রওনা দেন মুম্বই থেকে গন্তব্য রাজৌরির উদ্দেশ্যে। ১লা এপ্রিল আরিফের বাবা ওয়াজির হুসেইন রাজৌরিতে ব্রেন স্ট্রোক হয়ে অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে ভাগ্যের ফেরে তখন মুম্বইতে আটকে ছেলে আরিফ। মুম্বইতে আরিফ একটি হাউজিং-এ কিছু সময়ের জন্য নিরাপত্তারক্ষীর কাজ করেন ও বাকি সময়ে ট্যাক্সি চালান। সেদিন রাতেই বাবার অসুস্থতার স্বপ্ন দেখে পরের দিন বাবাকে ফোন করলে তাঁর আত্মীয়রা সবটা জানান। ফলে আর দেরি না করে কয়েক প্যাকেট বিস্কুট সঙ্গে নিয়ে রাজৌরির উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন আরিফ। এরপর বাকিটা ইতিহাস। প্রায় দু হাজার একশো কিলোমিটার সাইকেল চালিয়ে পাড়ি দেন আরিফ। পথে সিআরপিএফ জওয়ানরা তাঁকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করলে আরিফ তাঁদের বিস্তারিত জানান। ঘটনার সত্যতা যাচাই করে সিআরপিএফ জওয়ানরা তাঁর বাবাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন ও মদদগার হেল্প লাইন নম্বরে ফোন করেন। এরপরই অসুস্থ ওয়াজির হুসেইনকে বিমানে করে জম্মুর সরকার হাসপাতালে নিয়ে যান সিআরপিএফ জওয়ানরা। আরিফকে জওয়ানরাই গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন।

[আরও  পড়ুন:৯ মিনিট প্রদীপ প্রজ্বলনের আহ্বান মোদির, অগ্নিকাণ্ড রোধে বাড়তি সতর্ক দমকল]

লকডাউনের পরিস্থিতি মোকাবিলা করতে জম্মু ও কাশ্মীরে জওয়ানরা অতিরিক্ত চপারের আয়োজন আগের থেকেই করে রাখেন যাতে অসুস্থ মানুষদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। চপারে তুলে নিয়ে যাওয়ার সময় অসুস্থ ওয়াজির হুসেইেনকে পিপিই কিট ও দেওয়া হয় সিআরপিএফের তরফ থেকে। অন্যদিকে আরিফের তাঁর বাবার প্রতি নিষ্ঠা দেখে তাঁকে তাঁর বাবার কাছে পৌঁছে দেন জওয়ানরাSet featured image

[আরও  পড়ুন:‘জামাত সদস্যরাই করোনা সংক্রমণের উৎস’, মন্তব্যের জেরে উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ এক]

The post হৃদরোগে আক্রান্ত বাবা, খবর পেয়ে ২১০০ কিমি সাইকেল যাত্রা যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement