shono
Advertisement

Breaking News

Mahakumbh 2025

মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নানের হুড়োহুড়িতে আহত শিলিগুড়ির যুবক, এখন কেমন আছেন?

ওই যুবকের সঙ্গে থাকা ৫ জন ভিড়ের চাপে দলছুট হয়ে যান। 
Published By: Tiyasha SarkarPosted: 02:45 PM Jan 29, 2025Updated: 03:51 PM Jan 29, 2025

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পূণ্যস্নানে গিয়েছিলেন শিলিগুড়ির ৬ যুবক। সেখানেই ঘটল বিপত্তি। মঙ্গলবার রাতে হুড়োহুড়ির মাঝে পড়ে আহত হলেন এক যুবক। অচৈতন্য হয়ে পড়েন তিনি। তাঁর সঙ্গে থাকা ৫ জন ভিড়ের চাপে দলছুট হয়ে পড়েন। পরবর্তীতে আহত যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। ৩ যুবক এখনও বেপাত্তা।

Advertisement

১৪৪ বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় পুণ্যস্নান। সংবাদমাধ্যম সূত্রের খবর, রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশে জড়ো হন পুণ্যার্থীরা। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। যার জেরেই ঘটে দুর্ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানেই ছিলেন শিলিগুড়ির বিধানমার্কেট এলাকার বাসিন্দা দীনেশ পণ্ডিত। ভিড়ের মাঝে পড়ে যান তিনি ও সঙ্গে থাকা আরও ৫ জন। ভিড়ের চাপে জখম হন দীনেশ। তিনি জ্ঞান হারান। পরবর্তীতে উদ্ধারকারী দল তাঁর চিকিৎসার ব্যবস্থা করে। এদিকে ভিড়ের জেরে দলছুট হয়ে যান দীনেশের পাঁচবন্ধু।

পরবর্তীতে ওই যুবকের সঙ্গে থাকা ২ জনের হদিশ মিলেছে। কিন্তু বাকি ৩ জন এখনও বেপাত্তা। তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে আহত দীনেশের অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। প্রসঙ্গত, গত শুক্রবার শিলিগুড়ি থেকে প্রয়াগরাজ পাড়ি দিয়েছিলেন ওই ৬ যুবক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পূণ্যস্নানে গিয়েছিলেন শিলিগুড়ির ৬ যুবক। সেখানেই ঘটল বিপত্তি।
  • মঙ্গলবার রাতে হুড়োহুড়ির মাঝে পড়ে আহত হলেন এক যুবক। অচৈতন্য হয়ে পড়েন তিনি। তাঁর সঙ্গে থাকা ৫ জন ভিড়ের চাপে দলছুট হয়ে পড়েন। পরবর্তীতে আহত যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
  • শেষ পাওয়া খবর অনুযায়ী, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। ৩ যুবক এখনও বেপাত্তা।
Advertisement