সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঙ্গমে লিপ্ত হতে চায়নি প্রেমিকা। তাই রাগে সেই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, কথা না শুনলে মুখে অ্যাসিড ছুড়ে মারারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অসমে এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও ওই যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগকারিণী কিশোরী পুলিশকে জানিয়েছে, অভিযুক্ত যুবক তাকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন। তাতে রাজিও হয়েছিল কিশোরী। প্রেমের সম্পর্কে জড়ানোর পর থেকেই সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য তাকে জোর করতেন যুবক। কিন্তু কিশোরী রাজি হননি। তার পর থেকেই তাকে হুমকি দেওয়া শুরু হয়। অভিযোগ, কিশোরী বাড়িতে একা রয়েছে জানতে পেরে তার বাড়ি পৌঁছে যান ওই যুবক। এর পর সেখানে তাকে ধর্ষণ করে তার ভিডিও তুলে রাখেন ফোনে। পরে সেই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিকৃত করে সমাজমাধ্যমে পোস্ট করে দেওয়া হয়। এমনকি ভবিষ্যতে সঙ্গমে লিপ্ত না হলে মুখে অ্যসিড ছুড়ে মারবেন বলেও হুমকি দিয়েছিলেন ওই যুবক। দিনের পর দিন নির্যাতন সহ্য করতে না পেরেই সে পুলিশের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছে।
'নির্যাতিতা'র পরিবার জানিয়েছে, নির্যাতনের শিকার হয়ে স্কুলে যাওয়াই বন্ধ করে দিয়েছে কিশোরী। তার অভিযোগের ভিত্তিতে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ, জুলুমবাজি-সহ একাধিক মামলা রুজু হয়েছে।
