shono
Advertisement
Raghav Chadha

বন্ধ ১০ মিনিটের ডেলিভারি, গিগ কর্মীদের সঙ্গে উদযাপনে রাঘব, কী বার্তা আপ সাংসদের?

গত বছরের শেষে কম মজুরি এবং ‘কুইক সার্ভিস’ নিয়ে আপত্তি জানিয়ে সম্প্রতি পথে নেমেছিলেন গিগ কর্মীরা। তাঁদের দাবি ছিল, মিনিট দশেকের মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার দ্রুততায় বহু সময় প্রাণ হারান কর্মীরা। আবার ডেলিভারি দিতে একটু দেরি হলেই দিতে হয় কড়া জরিমানা।
Published By: Subhodeep MullickPosted: 12:11 PM Jan 15, 2026Updated: 02:21 PM Jan 15, 2026

সংসদের শীতকালীন অধিবেশনে দাবি জানিয়েছিলেন, ১০ মিনিটের ডেলিভারি সার্ভিস বন্ধ করার। এরপর গত বছরের শেষ দিনে আমাজন, সুইগি, জোমাটো, জেপ্টো, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিটের মতো ডেলিভারি অ্যাপের কর্মীদের ডাকা ধর্মঘটকেও সমর্থন করেছিলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। দেশজুড়ে প্রতিবাদের জেরে চাপের মুখে পড়ে ১০ মিনিটের ডেলিভারি সার্ভিস বন্ধ করার ঘোষণা করেছে ব্লিঙ্কিট। তারপরই খুশির হাওয়া গিগ কর্মীদের মধ্যে। মঙ্গলবার তাঁদের সঙ্গেই উদযাপনে মাতলেন রাঘব।

Advertisement

আপ সাংসদ তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, 'সম্প্রতি আমি ডেলিভারি এজেন্ট হিসাবে একটা দিন কাটিয়েছি। ১০ মিনিটের ডেলিভারি প্রতিশ্রুতির ফলে সৃষ্ট চাপ, ঝুঁকি এবং চ্যালেঞ্জগুলি আমি স্বচক্ষে প্রত্যক্ষ করেছি।' ১০ মিনিটের ডেলিভারি বন্ধের (10 Minutes Delivery Ban) প্রশংসা করে তিনি লেখেন, 'এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। ডেলিভালি এজেন্টদের টি-শার্ট, জ্যাকেট, ব্যাগে ১০ মিনিট লেখা থাকে। গ্রাহকের স্ক্রিনে টাইমার পর্যন্ত চলে। একটি একটি বিপুল চাপ। অত্যন্ত ভয়ানক। এই পদক্ষেপের ফলে সকলের নিরাপত্তা নিশ্চিত হবে।' ব্লিঙ্কিটের ১০ মিনিটের ডেলিভারি বন্ধের সিদ্ধান্তকে তিনি গিগ কর্মীদের (Gig Workers) 'জয়' হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন,"সত্যমেব জয়তে। আমাদের জয় হয়েছে।"

গত বছরের শেষে কম মজুরি এবং ‘কুইক সার্ভিস’ নিয়ে আপত্তি জানিয়ে সম্প্রতি পথে নেমেছিলেন গিগ কর্মীরা। তাঁদের দাবি ছিল, মিনিট দশেকের মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার দ্রুততায় বহু সময় প্রাণ হারান কর্মীরা। আবার ডেলিভারি দিতে একটু দেরি হলেই দিতে হয় কড়া জরিমানা। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ, নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার অভাবের মতো বিষয়ও রয়েছে। শ্রমিকরা জানান, গিগ অর্থনীতির পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকায় সংস্থাগুলির উপর চাপ বাড়াতেই বারবার ধর্মঘট ডাকতে হচ্ছে। তাঁদের দাবি, কারণ না দর্শিয়ে ছাঁটাই করা যাবে না। কর্মীদের পিএফ ও বিমার সুবিধা দিতে হবে।

এই পরিস্থিতিতে নতুন বছরের শুরুতে জানা যায়, দেশজুড়ে ছড়িয়ে থাকা গিগ কর্মীদের জন্য ১০০ দিনের কাজের ধাঁচে নয়া প্রকল্প শুরু করতে চলেছে মোদি সরকার। নয়া প্রকল্পে ‘গিগ ওয়ার্কার’ ও প্ল্যার্টফর্ম ওয়ার্কারদের আধার রেজিস্ট্রেশন, ডিজিটাল আইডেন্টি কার্ড ও সোশাল সিকিউরিটি কোড নিশ্চিত করা হবে। এই পদক্ষেপ অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ডেলিভারি পার্টনার, ক্যাব ড্রাইভার, ফ্রিল্যান্সার ও অ্যাপ নির্ভর কর্মীদের জন্য বিরাট পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে ১০ মিনিটের ডেলিভারি বন্ধের কথা ঘোষণা করে ব্লিঙ্কিট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement