shono
Advertisement

মিশন চন্দ্রযান আরও নির্ভীক বানিয়েছে, ‘মন কি বাতে’বললেন নমো

ইসরোর বিজ্ঞানীদের ভূয়শী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি৷ The post মিশন চন্দ্রযান আরও নির্ভীক বানিয়েছে, ‘মন কি বাতে’ বললেন নমো appeared first on Sangbad Pratidin.
Posted: 03:01 PM Jul 28, 2019Updated: 03:01 PM Jul 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার চন্দ্রযান-২ উৎক্ষেপণ নিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর কাছে নিজের মনের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মিশন চন্দ্রযান তাঁকে আরও ‘বিশ্বাসী ও নির্ভীক’ করে তুলেছে বলে জানান প্রধানমন্ত্রী৷

Advertisement

[আরও পড়ুন: বোমায় বিধ্বস্ত বাড়ি, টি-শার্ট খামচে ৭ মাসের বোনকে বাঁচানোর লড়াই খুদের]

রবিবার, দেশবাসীর কাছে বক্তব্য রেখে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি৷ তিনি বলেন, “আমাদের বিজ্ঞানীরা যেভাবে রেকর্ড সময়ে যান্ত্রিক ত্রুটি সরিয়ে তুলে চন্দ্রযানের সফল উৎক্ষেপণ করেছেন তা প্রশংসনীয়৷ এই অভিযান গোটা বিশ্ব দেখেছে৷ এনিয়ে আমরা গর্বিত৷” তিনি আরও বলেন, যান্ত্রিক ত্রুটির ফলে প্রথমদিন উৎক্ষেপণ সম্ভব না হলেও, মনোবল হারাননি বিজ্ঞানীরা৷ বরং দ্বিতীয়বার আরও নিপুণভাবে কাজটি করেছেন৷ শুধু তাই নয়, উৎক্ষেপণের দিন পিছিয়ে গেলেও, চাঁদে অবতরণের দিন একই রাখতে পেরেছেন বিজ্ঞানীরা৷ এর থেকে তিনি নিজেও শিক্ষা নিয়েছেন বলে জানিয়েছেন মোদি৷ 

শুধু চন্দ্রযান নয়, মন কি বাতে জল সংরক্ষণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ জল সংরক্ষণে সচেতনতামূলক প্রচারে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী৷ সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলিরও প্রচার করা জরুরি বলে মত দেন তিনি৷ সচেতনতামূলক প্রচারের ফল মিলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ জল সংরক্ষণে মেঘালয়ের উল্লেখ করেন তিনি৷ এই বিষয়ে মেঘালয় জল নীতি তৈরি করেছে৷ নমো জানান যে, হরিয়ানা সরকারও বিকল্প চাষে উৎসাহ দিচ্ছে৷   

[আরও পড়ুন: মাদ্রাসায় পাশবিক লালসার শিকার ৪ ছাত্রী, গ্রেপ্তার প্রতিষ্ঠাতা ‘বড় হুজুর’]

The post মিশন চন্দ্রযান আরও নির্ভীক বানিয়েছে, ‘মন কি বাতে’ বললেন নমো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement