shono
Advertisement

এবিভিপির দৌরাত্ম্যে উত্তপ্ত ক্যাম্পাস, অধ্যাপকের মুখে কালি বিক্ষোভকারীদের

তদন্তের দাবি উপাচার্যের৷ The post এবিভিপির দৌরাত্ম্যে উত্তপ্ত ক্যাম্পাস, অধ্যাপকের মুখে কালি বিক্ষোভকারীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:10 PM Jun 27, 2018Updated: 06:40 PM Jun 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত শিক্ষাঙ্গন৷ ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত গুজর কচ্ছ বিশ্ববিদ্যালয় চত্বর৷ এবিভিপির দৌরাত্ম্যে হেনস্তার শিকার এক অধ্যাপক৷ মুখে কালি লাগিয়ে ঘোরানো হল গোটা কলেজ৷ রাসায়নিকের গন্ধে অসুস্থ ওই অধ্যাপক৷ আপাতত হাসপাতালে ভরতি রয়েছেন তিনি৷

Advertisement

মঙ্গলবার দুপুরে ক্লাসে ব্যস্ত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক গিরিন বকসি৷ আচমকাই কয়েকজন এবিভিপি সমর্থক ক্লাসের ঢুকে পরে৷ ক্লাসের ভেতর তাণ্ডব শুরু করে তারা৷ অন্যান্য পড়ুয়াদের সামনে মুখে কালি লাগিয়ে দেওয়া হয় অধ্যাপকের৷ ওই অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ঘরের সামনে পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ উপাচার্যের ঘরের সামনে ঘেরাও অবস্থান শুরু করে এবিভিপি সমর্থকরা৷

ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা ছিল কলেজ ক্যাম্পাসে৷ কে ক্ষমতায় আসবে, সে সিদ্ধান্ত নিতে পারে বিশ্ববিদ্যালয়ের সেনেটরাই৷ সেই তালিকা তৈরির দায়িত্বে রয়েছেন অধ্যাপক গিরিন বকসি৷ এবিভিপির দাবি, ওই তালিকায় রয়েছে গড়মিল৷ উপাচার্যের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করে তারা৷ অভিযোগ পাওয়া মাত্রই উপাচার্য জানান, এই তালিকা তৈরির জন্য আরও আটজনকে দায়িত্ব দেওয়া হয়েছে৷

[চাকরি ছাড়ার ৩০ দিনের মধ্যেই তোলা যাবে পিএফ-এর ৭৫ শতাংশ টাকা]

মুখে কালি দিয়ে ঘোরানোর পর থেকেই আতঙ্কিত হয়ে রয়েছেন ওই অধ্যাপক৷ অসুস্থও হয়ে পড়েছেন তিনি৷ ত্বকের সমস্যা হচ্ছে বলে জানান গিরিন বকসি৷ কলেজ কর্তৃপক্ষের তরফে ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার তদন্ত দাবি করেছেন উপাচার্য৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৬, ৩৩২ ধারায় মামলার রুজু করা হয়েছে৷ এবিভিপির বিক্ষোভের জেরে ব্যাহত পঠনপাঠন৷ ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী৷

The post এবিভিপির দৌরাত্ম্যে উত্তপ্ত ক্যাম্পাস, অধ্যাপকের মুখে কালি বিক্ষোভকারীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার