shono
Advertisement
child marriage

বাল্যবিবাহ রুখে শীর্ষে কিশোরী

নির্মলার তিন দিদিকেও প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে দিয়ে দেন তার বাবা-মা।
Posted: 03:16 PM Apr 14, 2024Updated: 12:17 PM Apr 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন সিরিয়ালের গল্পই বাস্তব হল। বাবা-মা চেয়েছিল নাবালিকা মেয়ের বিয়ে দিয়ে দিতে। কোনওমতে বিয়ে আটকে, বাড়ির প্রবল চাপ উপেক্ষা করে মন দিয়ে শুধু পড়াশোনা করে গিয়েছিল অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কুর্নুল জেলার পেড্ডা হরিবনমের বাসিন্দা জি নির্মলা। এবার রাজ্যের ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষায় প্রথম হয়েছে সে।

Advertisement

 

[আরও পড়ুন: ইজরায়েলে হামলা ইরানের, আপৎকালীন বৈঠক ডাকল রাষ্ট্রসংঘ! ফোনে কথা নেতানিয়াহু-বাইডেনের]

জীবনে নির্মলার একটাই লক্ষ‌্য, আইপিএস অফিসার হয়ে বাল‌্যবিবাহ পুরোপুরি বন্ধ করা। যে মেয়েদের স্বপ্নপূরণে বাধা দিয়ে বিয়ের জন‌্য চাপ দেওয়া হয়, তাদের স্বপ্নপূরণে সাহায‌্য করা। নির্মলার তিন দিদিকেও প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে দিয়ে দেন তার বাবা-মা। তাঁরা নির্মলারও বিয়ের তোড়জোড় করতে শুরু করলে প্রথম থেকেই তীব্র আপত্তি জানিয়েছিল ১৭ বছরের কিশোরী।

[আরও পড়ুন: স্লিপার সেল, রাঁচিতেও আইএস মডিউলের হদিশ! কাঁথিতে ধৃত জঙ্গিদের জেরায় বিস্ফোরক তথ্য]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জীবনে নির্মলার একটাই লক্ষ‌্য, আইপিএস অফিসার হয়ে বাল‌্যবিবাহ পুরোপুরি বন্ধ করা।
  • তাঁরা নির্মলারও বিয়ের তোড়জোড় করতে শুরু করলে প্রথম থেকেই তীব্র আপত্তি জানিয়েছিল ১৭ বছরের কিশোরী।
Advertisement