সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে (Gujarat) বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি (BJP)। ১৮২ আসনের গুজরাট বিধানসভায় ১৫৬ আসন জিতে নিয়েছে গেরুয়া শিবির। সরকার গঠন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। তার মধ্যেই জয়ী বিধায়কদের নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল দেশের নির্বাচনী সমীক্ষার সঙ্গে যুক্ত সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফমর্স’ বা ADR৷ তারা জানাল, গুজরাটে নবনির্বাচিত ৪০ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
এই ৪০ জনের মধ্যে ২৯ জনের বিরুদ্ধে খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে অতীতে। ২৯ জনের মধ্যে ২০ জন বিজেপি, ৪ জন কংগ্রেস (Congress), ২ জন আপ (AAP), ২ জন নির্দল (Independent) এবং একজন সমাজবাদী পার্টির (Samajwadi Party) বিধায়ক। অন্যদিকে বর্তমানে ফৌজদারি অপরাধে মামলা চলছে ২৬ জন বিজেপি বিধায়ক, ৯ জন কংগ্রেস বিধায়ক, ২ জন আপ বিধায়ক, ২ জন নির্দল বিধায়ক এবং ১ জন সমাজবাদী পার্টি বিধায়কের বিরুদ্ধে।
[আরও পড়ুন: গুজরাটে সাকেত গোখলের গ্রেপ্তারি অনৈতিক, অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের]
উল্লেখ্য, নির্বাচনের আগেভাগেই জানা গিয়েছিল, গুজরাটে প্রথম দফার ভোট প্রার্থীর প্রায় ২১ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। ১৬৭ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে বলে জানিয়েছিল খোদ গুজরাট নির্বাচন কমিশন। এরমধ্যে প্রায় একশোজনের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। অভিযুক্ত প্রার্থীদের বিরুদ্ধে স্ত্রীর উপর শারীরিক নির্যাতন, অপহরণ, খুন, জখম, দাঙ্গায় জড়িত থাকার মতো অভিযোগ রয়েছে। আবার ৯ জনের বিরুদ্ধে নাবালিকাকে খুন ও ধর্ষণ, নারী পাচার বা প্রকাশ্যে মহিলা নির্যাতনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছিল কমিশন। প্রার্থীদের অনেকেই বিভিন্ন অপরাধে অতীতে জেল খেটেছেন বা জামিনে রয়েছেন বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: দিল্লিতে হারের দায় নিয়ে পদত্যাগ বিজেপির রাজ্য সভাপতির, হিমাচলে শাস্তি নয় কেন? উঠছে প্রশ্ন]
কমিশন প্রকাশিত তথ্য জানিয়েছিল, প্রথম দফার ভোটে ন’জন এমন প্রার্থী রয়েছেন যাঁদের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে খুন ও পাচারের, তিনজনের বিরুদ্ধে খুন ও বারোজনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। গত ৮ ডিসেম্বর গুজরাট বিধানসভা নির্বাচনের ফল জানা গিয়েছে। পুরনো রেকর্ড ভেঙে ১৫৬ আসনে জয় পেয়েছে বিজেপি। আসন কমেছে কংগ্রেসের। তারা ১৭টি আসন জিতেছে। অন্যদিকে ৫টি আসন পেয়ে গুজরাটে খাতা খুলেছে আপ।