shono
Advertisement
Rajasthan High Court

'বিয়ের বয়স না হলেও লিভ-ইনে সমস্যা নেই', পর্যবেক্ষণ রাজস্থান হাই কোর্টের

বড় নির্দেশ আদালতের।
Published By: Amit Kumar DasPosted: 06:38 PM Dec 05, 2025Updated: 06:56 PM Dec 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাপ্তবয়স্ক, কিন্তু এখনও বিয়ের বয়স হয়নি। এই ধরনের তরুণ-তরুণীর লিভ-ইন সম্পর্কে কোনও বাধা নেই। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনটাই জানাল রাজস্থান হাই কোর্ট। স্পষ্ট ভাষায় বিচারপতি জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক কেউ যদি একসঙ্গে থাকতে চায় তবে সেটা সাংবিধানিক অধিকার। কোনওভাবেই এটা খর্ব করা যায় না।

Advertisement

নিরাপত্তার দাবি জানিয়ে রাজস্থান হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ১৯ বছরের এক তরুণ ও ১৮ বছরের এক তরুণী। আদালতে তাঁরা জানান, চলতি বছরের ২৭ অক্টোবর লিভ-ইন চুক্তি করেছিলেন তাঁরা। তবে মেয়েটির পরিবার এই চুক্তির বিরুদ্ধে সরব হয় ও তাঁকে খুনের হুমকি দেয়। পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও সুরাহা হয়নি। যুবকের অভিযোগের পালটা সরকারি আইনজীবী বিবেক চৌধুরী জানান, প্রাপ্তবয়স্ক হলেও ছেলেটির যেহেতু বিয়ের ন্যূনতম ২১ বছর হয়নি, তাই লিভ-ইন সম্পর্কের অনুমতি থাকা উচিত নয়।

তবে সরকারি আইনজীবীর এই যুক্তি পুরোপুরি খারিজ করে দেয় রাজস্থান হাই কোর্ট। বিচারপতি অনুপ ধান্ড কোটার জানান, সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কেবল বিবাহযোগ্য বয়সের ভিত্তিতে এড়িয়ে যাওয়া যায় না। বিচারপতি বলেন, "প্রতিটি ব্যক্তির জীবন ও স্বাধীনতা রক্ষা করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে রাষ্ট্রের।" বিচারপতির পর্যবেক্ষণ, লিভ-ইন সম্পর্ক ভারতীয় আইনের প্রেক্ষিতে নিষিদ্ধ বা অপরাধ নয়।

বিচারপতি অনুপ ধান্ড কোটার এবং যোধপুর (গ্রামীণ)-এর পুলিশ সুপারিনটেনডেন্টদের আবেদনে বর্ণিত তথ্য যাচাই করতে, হুমকির বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনে ওই যুগলের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাপ্তবয়স্ক, কিন্তু এখনও বিয়ের বয়স হয়নি। এই ধরনের তরুণ-তরুণীর লিভ-ইন সম্পর্কে কোনও বাধা নেই।
  • এক মামলার শুনানিতে এমনটাই জানাল রাজস্থান হাই কোর্ট।
  • বিচারপতি জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক কেউ যদি একসঙ্গে থাকতে চায় তবে সেটা সাংবিধানিক অধিকার। কোনওভাবেই এটা খর্ব করা যায় না।
Advertisement