shono
Advertisement

যোগীর দাওয়াইয়ে চাঙ্গা পুলিশ, ৩ দিনে উদ্ধার ২৭ নাবালিকা

বাঘে ছুঁলে আঠারো ঘা, আর পুলিশে ছুঁলে ছত্রিশ। The post যোগীর দাওয়াইয়ে চাঙ্গা পুলিশ, ৩ দিনে উদ্ধার ২৭ নাবালিকা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:10 PM Apr 18, 2017Updated: 07:09 PM Jun 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অপদার্থ পুলিশ’। বাঘে ছুঁলে আঠেরো ঘা, আর পুলিশে ছুঁলে ছত্রিশ। সমাজে নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা পুলিশের বিষয়ে এমন কথাই আকছার শোনা যায় সমস্যার সমাধানে থানায় গিয়ে বিরক্ত ‘আম আদমির’ মুখে। কেউ চুরি যাওয়া বস্তু উদ্ধারের আশায়, ত কেউ নিরুদ্দেশ আত্মীয়ের সন্ধান পাওয়ার আশায় দিনের পর দিন থানার চক্কর কেটে যাচ্ছেন। সুরাহা মিলছে না কিছুতেই। কিন্তু সেই পুলিশই চাইলে কি না পারে। এবার মাত্র ৭২ ঘন্টায় ২৭ অপহৃত নাবালিকাকে উদ্ধার করে তাক লাগিয়ে দিল উত্তরপ্রদেশ পুলিশ। যোগী সরকার ক্ষমতায় আসতেই নড়েচড়ে বসেছে সে রাজ্যের পুলিশ। ইতিমধ্যে আইন-শৃঙ্খলা ও নারীসুরক্ষায় পুলিশকে গাফিলতি না করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।

Advertisement

[সোশ্যাল সাইটে দিল্লি বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করলেই দেখা যাচ্ছে পর্নগ্রাফি!]

উত্তরপ্রদেশের শাহজাহানপুর। অখিলেশ সরকারের আমলে অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছিল হত্যা, অপহরণ ও অসামাজিক কার্যকলাপ। সব দেখেও ঠুঁটো জগন্নাথ পুলিশ। তবে এসপি কে বি সিং আসার পর বদলে গিয়েছে পরিস্থিতি। দায়িত্বে গাফিলতি করার অভিযোগে ৮ জন সাব-ইন্সপেক্টরেকে পুলিশ লাইনে বদলি করে দেন তিন। দীর্ঘদিন থেকে জমে থাকা কেস সমাধান করার কড়া নির্দেশ দেন তিনি। এর অন্যথা হলে কড়া পদক্ষেপের নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন এসপি। শাহজাহানপুর এলাকায় প্রায় অপহরণের প্রায় ৩৯টি কেস জমে ছিল। এরপরই দাবড়ানি খেয়ে কাজে লাগে পুলিশ ও ৭২ ঘন্টার মধ্যে ওই এলাকায় অপহৃত ২৭ নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। শীঘ্রই ওই এলাকা থেকে অপহৃত বাকি ১২ জন নাবালিকাকেও উদ্ধার করা যাবে বলে মনে করা হচ্ছে।

[জল্পনার অবসান, মর্গ্যানের জায়গায় লাল-হলুদের নতুন কোচ মৃদুল]

এ বিষয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এস পি সিং জানিয়েছেন, তিনি ব্যক্তিগত ভাবে অপহৃত নাবালিকদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাঁদের অভিযোগ ছিল, বারবার পুলিশের কাছে গিয়েও সুরাহা মেলেনি। তারপরই তিনি তাঁর অফিসারদের কড়া নির্দেশ দেন। এবং ওই নাবালিকাদের উদ্ধার করে পুলিশ। এসপি আরও জানিয়েছেন, মহিলাদের সুরক্ষাকে প্রাধান্য দিচ্ছে পুলিশ। কর্তব্যে গাফিলতি করলে পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

The post যোগীর দাওয়াইয়ে চাঙ্গা পুলিশ, ৩ দিনে উদ্ধার ২৭ নাবালিকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement