shono
Advertisement

Breaking News

Ahmedabad Plane Crash

বিমানে বিস্ফোরণের জেরে তাপমাত্রা পৌঁছয় ১০০০ ডিগ্রি সেলসিয়াসে!

একাধিক সারমেয় এবং পাখির অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 03:27 PM Jun 13, 2025Updated: 03:48 PM Jun 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেঙে পড়ার পরেই ভয়াবহ বিস্ফোরণ হয় এয়ার ইন্ডিয়ার ওই বিমানে। কিছুক্ষণের জন্য আশপাশের তাপমাত্রা পৌঁছয় ১০০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ভয়ংকর এই বিমান দুর্ঘটনার হাত থেকে রেহাই পায়নি ঘটনাস্থলে থাকা পশুপাখিরাও। সূত্রের খবর, যে অঞ্চলে বিমানটি ভেঙে পড়ে, তার আশপাশে একাধিক সারমেয় এবং পাখির অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে।

Advertisement

কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ? বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “বিমানে ১.২৫ লক্ষ লিটার জ্বালানি ছিল। ফলে আগুন লাগার পর কারও বাঁচার কোনও রাস্তা ছিল না।” বৃহস্পতিবার টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২৪১ জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় ১জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারকাজে নেমে প্রাথমিকভাবে সমস্যার সম্মুখীন হতে হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, “বিমানের জ্বালানির ট্যাঙ্কটিতে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই একটি অগ্নিকুণ্ডের সৃষ্টি হয়। মুহূর্তেই তাপমাত্রা ১,০০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। পালানোর কোনও রাস্তা ছিল না।” তিনি আরও বলেন, “আমরা পিপিই কিট পড়ে দুর্ঘটনাস্থলে এসেছিলাম। কিন্তু তাপমাত্রা এত বেশি ছিল যে কাজ করা কঠিন হয়ে গিয়েছিল। সর্বত্র ছড়িয়ে ছিল ধ্বংসাবশেষ। দিকে দিকে জ্বলছিল আগুন।” রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আরও এক আধিকারিক বলেন, "গোটা ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে পশুপাখিরাও ঘটনাস্থল থেকে পালাতে ব্যর্থ হয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভেঙে পড়ার পরেই ভয়াবহ বিস্ফোরণ হয় এয়ার ইন্ডিয়ার ওই বিমানে।
  • কিছুক্ষণের জন্য আশপাশের তাপমাত্রা পৌঁছয় ১০০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
  • ভয়ংকর এই বিমান দুর্ঘটনার হাত থেকে রেহাই পায়নি ঘটনাস্থলে থাকা পশুপাখিরাও।
Advertisement