সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনে অন্তত আধ ঘণ্টার জন্য এমন অনুষ্ঠান দেখাতে হবে, যা কিনা জাতীয় স্বার্থে বা জনস্বার্থে কাজে লাগে। টেলিভিশন চ্যানেলগুলিকে (TV Channels) নয়া গাইডলাইন দিয়ে দিল কেন্দ্র। যাতে সাফ বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলগুলি যে ‘এয়ারওয়েভ’ ব্যবহার করে সেটা জাতীয় সম্পত্তি, তাই সেটা এমনভাবে ব্যবহার করা উচিত যাতে তা দেশের কাজে লাগে।
বুধবারই টেলিভিশন চ্যানেলের আপলিংকিং এবং ডাউনলিংকিং সম্পর্কিত নতুন গাইডলাইন প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক (IB Ministry)। এবং বুধবার থেকেই সেই গাইডলাইন কার্যকর হয়েছে। যদিও ‘জাতীয়তাবাদী’ অনুষ্ঠান চালানোর নির্দেশ এখনই কার্যকর করা হচ্ছে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ধরনের অনুষ্ঠান তৈরির জন্য টিভি চ্যানেলগুলিকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (IB minister) সচিব অপূর্ব চন্দ্র বলেছেন,”সব পক্ষের সঙ্গে আলোচনা করে, এ নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হবে। কোন সময়ে ওই বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করতে হবে, সেটাও ঠিক করে দেওয়া হবে মন্ত্রকের তরফে।” অর্থাৎ, কেন্দ্রের বলে দেওয়া সময়েই জাতীয়তাবাদী অনুষ্ঠান সম্প্রচার করতে বাধ্য হবে টিভি চ্যানেলগুলি।
[আরও পড়ুন: কাটল আইনি বাধা, নীরব মোদির ভারতে প্রত্যর্পণে সায় লন্ডন হাই কোর্টের]
এই জাতীয়তাবাদী অনুষ্ঠানের মধ্যে কী কী পড়ে? সেটা ইতিমধ্যেই চ্যানেলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, শিক্ষা ও শিক্ষার প্রসার, কৃষি এবং গ্রামন্নোয়ন, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ, বিজ্ঞান এবং প্রযুক্তি, নারী কল্যাণ, পরিবেশ এবং সাংস্কৃতিক হেরিটেজ রক্ষা, জাতীয় সংহতি এবং অনগ্রসরদের কল্যাণ নিয়ে এই আধ ঘণ্টার অনুষ্ঠানটি সম্প্রচার করা যেতে পারে। কেন্দ্র জানিয়েছে, এই নির্দেশিকা সমস্ত চ্যানেলের জন্য কার্যকর করা হবে। একবার কার্যকর করার পর কেন্দ্র নিয়মিত সব চ্যানেলের উপর নজরদারি চালাবে। কেউ এই নিয়ম না মানলে তাকে জবাবদিহি করতে হবে।
[আরও পড়ুন: ‘শুভেন্দুর গাড়ি করে বিপুল টাকা ও বেআইনি অস্ত্র ঢুকছে নন্দীগ্রামে’, বিস্ফোরক কুণাল ঘোষ]
এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের আশঙ্কা, এই নির্দেশিকার মাধ্যমে আসলে কেন্দ্র ঘুরিয়ে নিজেদের ‘ভাল’ কাজের প্রচার করিয়ে নিতে চাইছে। তাছাড়া, কেন্দ্রের বর্তমান ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বরাবরের অভিযোগ, তারা দেশপ্রেম এবং জাতীয়তাবাদকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। ফলে টেলিভিশন চ্যানেলে জাতীয়তাবাদের প্রচার হলে আখেরে বিজেপিরই (BJP) লাভ হবে বলে আশঙ্কা করছে বিরোধী শিবির।