সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যের আরও এক শহরের নাম বদল! আগেই এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ বদলেছে অযোধ্যায়, ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর। এবার বিজেপি পরিচালিত আলিগড় (Aligarh) পুরসভা শহরের নয়া নাম প্রস্তাব পাশ করল। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঐতিহাসিক এই নগরীর নতুন নাম হবে ‘হরিগড়’।
আলিগড় পুরসভার মেয়র প্রশান্ত সিঙ্ঘল মঙ্গলবার আলিগড় শহরের নাম বদলের প্রস্তাব পেশ করেন। যা কাউন্সিলরদের সম্মতিতে পাশ হয়। পরে সিঙ্ঘল জানান, আলিগড় শহরের নাম হরিগড় করার প্রস্তাবে সায় দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা। উল্লেখ্য, দুবছর আগে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের সময়ই গেরুয়া শিবির আলিগড়ের নাম বদলের দাবি তুলেছিল। শেষ পর্যন্ত সেই দিকেই এগোচ্ছে যোগী প্রশাসন।
[আরও পড়ুন: ফুল নেই, শুধুই কাগজ! আজব পুষ্পস্তবক উপহার প্রিয়াঙ্কাকে, ভাইরাল মধ্যপ্রদেশের ভিডিও]
এদিকে আলিগড়ের নাম বদল নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবকের জমানায় গড়ে ওঠা ঐতিহাসিক শহরের নাম বদলের চেষ্টা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। উল্লেখ্য, আজকের আলিগড় বলতেই ঐতিহ্যশালী আলিগড় বিশ্ববিদ্যালয়ের কথা উঠে আসে। প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি বিশ্ববিদ্যালয়ের নামেও বদল ঘটবে?