সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের কাঁধেই এবার মাওবাদী দমনের গুরুদায়িত্ব তুলে দিল প্রশাসন৷ বস্তারে বড়সড় সিদ্ধান্ত নিল ছত্তিশগড় পুলিশ৷ এবার বস্তার ও দান্তেওয়াড়ায় মহিলা কমান্ডো টিম মোতায়েন করল রাজ্য প্রশাসন। এই প্রথমবার কোনও মাওবাদী প্রবণ এলাকায় মহিলাদের মোতায়েন করা হল৷ ৩০ সদস্যের ওই প্রমীলা বাহিনীর নাম ‘দান্তেশ্বরী ফাইটার্স৷’
[আরও পড়ুন: ‘দেবী’ থেকে ‘মা’, দুই কন্যার জননী হলেন লৌহমানবী ইরম শর্মিলা]
জঙ্গল-পাহাড়ে ঘেরা ছত্তিশগড়৷ প্রায়শই সেখানে মাওবাদী হামলা লেগেই থাকে৷ প্রাণহানিও নতুন কিছু নয়৷ সবচেয়ে বেশি মাওবাদী হামলার খবর পাওয়া যায় দান্তেওয়াড়া এবং বস্তারে৷ সেই বস্তারেই এবার পুরুষের বদলে থাকবেন মহিলা কমান্ডোরা৷ প্রমীলা বাহিনীর কাঁধে মাওবাদীদের মোকাবিলার দায়িত্ব৷ ৩০ সদস্যের ওই প্রমীলা বাহিনীর নাম ‘দান্তেশ্বরী ফাইটার্স’। টিমের দায়িত্বে রয়েছেন ডিএসপি দীনেশ্বরী নন্দা। গত বছর রাজ্যের তরুণ-তরুণীদের নিয়ে একটি বাহিনী গড়েছিল সিআরপিএফ। সেই টিমকে বলা হত ‘বস্তারিয়া ব্যাটেলিয়ন’। তাদের প্রশিক্ষণ শেষ হয়ে গিয়েছে। ‘দান্তেশ্বরী ফাইটার্স’-এর ওই ৩০জন কমান্ডো এসেছেন ওই বস্তারিয়া ব্যাটেলিয়ন থেকেই। ওই বাহিনীতে রয়েছে ৫জন আত্মসমর্পণকারী মহিলা মাওবাদীও। এখানেই কাঁটা দিয়ে কাঁটা তোলার কাজটা করতে চাইছে প্রশাসন৷ দান্তেওয়াড়া ও বস্তারের মতো মাওবাদী অধ্যুষিত এলাকায় মহিলা কমান্ডো মোতায়েন করায় অবাক অনেকেই।
[ আরও পড়ুন: ইতিহাস হারাচ্ছে, তবুও নাগরিক জীবনের উন্নয়নই অগ্রাধিকার বারাণসীবাসীর]
রাজ্য প্রশাসন সূত্রে খবর, ওইসব কমান্ডোদের জঙ্গলে যুদ্ধের কড়া প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিভিন্ন কায়দায় মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে সিদ্ধহস্ত ‘দান্তেশ্বরী ফাইটার্স’ বাহিনী। দেওয়া হয়েছে সব ধরনের আধুনিক অস্ত্র চালানোর প্রশিক্ষণও৷ এছাড়াও বাইক চালানো থেকে শুরু করে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারেও অভ্যস্ত ওই প্রমীলা বাহিনী৷ তবে এমন মাওবাদী প্রবণ এলাকায় মহিলা কমান্ডো মোতায়েনের ঘটনা যে নজিরবিহীন তা বলাই যায়৷ যদিও আইজি বিবেকানন্দ সিনহার আশা, পুরুষ কমান্ডোদের মতোই মাওদমনে সফলভাবেই কাজ করবে প্রমীলা বাহিনী৷
The post পুরুষ নয়, ছত্তিশগড়ে প্রমীলা বাহিনীর কাঁধে মাওদমনের গুরুদায়িত্ব appeared first on Sangbad Pratidin.