সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমরনাথ যাওয়ার পথে জম্মু-কাশ্মীরের বালতালে ধস৷ মঙ্গলবার সন্ধেয় অমরনাথ যাওয়ার পথে দক্ষিণ কাশ্মীরে হড়পা বান আসে৷ তারপরই ধস নামে৷ এখনও পর্যন্ত ধসের জেরে মৃত্যু হয়েছে পাঁচজনের৷ তিনজনের অবস্থা আশঙ্কাজনক৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ৷ মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি৷ ধসের জেরে বালতাল ও পহেলগাঁও দুটি রুটেই বন্ধ অমরনাথ যাত্রা৷
মঙ্গলবার অমরনাথ যাওয়ার পথে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা তিন পুণ্যার্থীর মৃত্যু হয়৷ তারও আগে একজন পালকিবাহক ও একজন যাত্রা ভলেন্টিয়ার মারা যান৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৷ বালতালে ধসে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ নিহতদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন তিনি৷ টুইটে জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ওমর আবদুল্লা৷
চলতি বছর অন্তত অমরনাথ যাত্রীর সংখ্যা দু’লক্ষ৷ একের পর এক সংঘর্ষবিরতি ও জম্মু-কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে৷ কিন্তু আবহাওয়া খারাপ থাকায় বারবারই থমকে যাচ্ছে অমরনাথ যাত্রা৷ ২৭ জুন পুণ্যার্থীদের প্রথম দল অমরনাথের উদ্দেশে রওনা হন৷ কিন্তু অত্যাধিক বৃষ্টির জেরে যাত্রাপথে আটকে দেওয়া হয় তাঁদের৷ তাঁদের দেখভালের জন্য পিশুটপ যাওয়ার রাস্তায় মেডিক্যাল ক্যাম্প বানিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। দেখাশোনা করছেন সংঘের জম্মু শাখার সত্যমিত্রানন্দ জি। তাঁর সঙ্গে রয়েছেন ২৫ জন স্বেচ্ছাসেবক। অসুস্থ তীর্থযাত্রীদের শুশ্রুষা করছেন তাঁরা। যাঁরা অমরনাথের উদ্দেশে রওনা দিচ্ছেন, তাঁদেরও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। সাধু ও দুঃস্থ তীর্থযাত্রীদের শীতবস্ত্র, ছাতা ও প্রয়োজনীয় ওযুধ বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগে তাঁদের সঙ্গে রয়েছেন জম্মু সরকারি হাসপাতালের অবসরপ্রাপ্ত সুপার এইচ কে সোয়াটিয়া। দে়ড়মাস যাবৎ তাঁরা সেখানে থাকবেন। অমরনাথ যাত্রা শেষ হলে তবেই তাঁরা ফিরবেন বলে খবর।
The post অমরনাথ যাওয়ার পথে বালতাল রুটে ধস, মৃতের সংখ্যা বেড়ে ১১ appeared first on Sangbad Pratidin.
