সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্যোগে বিপর্যস্ত অমরনাথ যাত্রা। গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে সেখানে। বুধবার বালতাল রুটে ভারী বৃষ্টির জেরে ধস নামে। সেই সময় পাহাড় থেকে ছিটকে আসা একটি পাথরের আঘাতে মৃত্যু হয়েছে এক পুণ্যার্থীর। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে বৃহস্পতিবার অমরনাথ যাত্রা স্থগিত করেছে প্রশাসন।
খারাপ আবহাওয়া চলছে জম্মুর গান্ডেরওয়াল জেলাতে। এখানকার বালতাল রুটে ধস নামতেই দুর্ঘটনা ঘটে বুধবার। আচমকা পাহাড় থেকে ছিটকে আসে একটি বড়সড় পাথর। তাতে আহত হন বেশ কয়েক জন পুণ্যার্থী। তাঁদের মধ্যে একজনের মত্যু হয় ঘটনাস্থলেই। ধসের কবলে পড়ে আহত হয়েছেন আরও তিন জন। তাঁদের উদ্ধার করে চিকিৎসা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) দুর্যোগের মধ্যেই রাস্তা সারানোর কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। যত ক্ষণ না ওই রাস্তা পরিষ্কার হচ্ছে, তত ক্ষণ যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত, গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত।
