সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানের বুন্দিতে। ট্রাক এবং বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক শিশু-সহ তিন জনের। ঘটনার পর থেকেই পলাতক ট্রাকের চালক। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে ৫২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। বাইকটিতে তিন জন যাত্রী ছিলেন। পিছন থেকে একটি ট্রাক আচমকা বাইকটিকে ধাক্কা মারে। ছিটকে গিয়ে রাস্তায় পড়েন তিন জন। তারপর সেখানেই তাঁদের মৃত্যু হয়। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। মুহূর্তেই শোরগোল পড়ে যায় ঘটনাস্থলে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনার পরই চম্পট দেন ট্রাকের চালক। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। মৃতরা হলেন - সুন্দর সিং (৩৬), তাঁর স্ত্রী রাজ কৌর (৩০) এবং তাঁদের পুত্র অমৃত ওরফে অমরদীপ সিং (১)। তাঁরা বুন্দির সানভালপুরা গ্রামের বাসিন্দা।
কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পরই জাতীয় সড়কে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
