সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে ভারত সফরে আমেরিকার বিদায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। নর্থ ব্লক সূত্রে খবর, দু’দিনের সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ নরেন্দ্র মোদি সরকারের একাধিক শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাংলাদেশে অশান্তির আবহে সুলিভান-ডোভাল বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৫ ও ৬ জানুয়ারি অর্থাৎ রবি ও সোমবার ভারত সফরে সুলিভান একাধিক বৈঠক করবেন। তিনি বিদেশমন্ত্রী জয়শংকরের সঙ্গেও বৈঠকে বসতে পারেন। গত মাসে ওয়াশিংটনে দুই রাষ্ট্রনেতা বৈঠকে বসেছিলেন। দিল্লি আইআইটিতে বিদেশনীতি সংক্রান্ত একটি আলোচনাসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার।
মনে করা হচ্ছে, সুলিভানের সঙ্গে বৈঠকে আমেরিকা ও কানাডায় খলিস্তানপন্থীদের তৎপরতা, আমেরিকার আদালতে ফৌজদারি মামলায় ডোভালকে সমন, আদানিদের বিরুদ্ধে ঘুষের মামলা-সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি আলোচনায় আসতে পারে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিও। এই বিষয়ে বিশেষ ভাবে নজর থাকবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। উল্লেখ্য, চলতে মাসের ২০ তারিখে বাইডেন জমানার অবসান এবং ট্রাম্প জমানার সূত্রপাত হতে চলেছে। ডেমোক্র্যাট সরকার নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভানের এটাই শেষ বিদেশ সফর।