সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরের শেষ সপ্তাহে আফগানিস্তানের মাটিতে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। সেই হামলার নিন্দা করে ভারত জানাল, অভ্যন্তরীণ ব্যর্থতার দায় এভাবেই প্রতিবেশী দেশগুলির উপরে চাপিয়ে দেয় ইসলামাবাদ।
সোমবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, ''আফগানিস্তানে কীভাবে হামলার বিষয়টা আমরা সংবাদমাধ্যমে দেখেছি। দেখেছি কীভাবে মহিলা-শিশু কাউকেই রেয়াত করা হয়নি। বহু অমূল্য জীবন ধ্বংস হয়ে গিয়েছে। নিরীহ জনগণের উপরে হামলার আমরা সর্বান্তকরণে নিন্দা করি। নিজেদের অভ্যন্তরীণ গাফিলতির দায় প্রতিবেশী দেশগুলোর উপরে চাপানো পাকিস্তানের বহু পুরনো অভ্যাস। এই প্রসঙ্গে আফগান মুখপাত্র কী বলেছেন, সেটাও আমরা নজরে রেখেছি।''
গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় হামলা চালায় পাক বায়ুসেনা। ব্যাপক বোমাবর্ষণের জেরে অন্তত ৫১ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। মৃতদের বেশিরভাগই মহিলা ও শিশু। পাকিস্তানের ফাইটার জেটই এই হামলা চালিয়েছে বলে দাবি। দেশের মাটিতে এই হামলার পর পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ খুলেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'এই হামলার পালটা জবাব তালিবান দেবে। নিজেদের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষার অধিকার আফগানিস্তানের রয়েছে। পাকিস্তান আমাদের দেশের শরণার্থী ও সাধারণ মানুষকে টার্গেট করে এই হামলা চালিয়েছে।' তালিবানের দাবি ওয়াজিরিস্তানের শরণার্থী শিবিরকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। ওয়াজিরিস্তানে পাকিস্তানের হামলার পর সেখানকার বহু মানুষ শরণার্থী হয়ে আফগানিস্তানে আশ্রয় নেন।
কিন্তু হঠাৎ কেন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান? সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে পাকিস্তানের অন্যতম মাথাব্যথার কারণ তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিরা। পাকিস্তানের বালুচিস্তান-সহ নানা জায়গায় এই সংগঠনের হামলায় বিরাট ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর আওতায় রাস্তা তৈরির কাজও ব্যাহত হচ্ছে এই টিটিপি জঙ্গিদের কারণে। লাগাতার জঙ্গি হামলাও জারি রয়েছে। পাকিস্তানের অভিযোগ, এই সংগঠনের জঙ্গিরা পাকিস্তানে হামলা চালিয়ে আফগানিস্তানে ঢুকে পড়ছে। এবং ওয়াজিরিস্তানের শরণার্থীরাই এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। মনে করা হচ্ছে এর জেরেই হামলা চালিয়েছে পাকিস্তান।