shono
Advertisement

Breaking News

Maharashtra

ভোটমুখী মহারাষ্ট্র যেন এল ডোরাডো! ৮০ কোটির রুপোর পর বাজেয়াপ্ত ১৪ কোটির সোনা

বাজেয়াপ্ত বিপুল পরিমাণ গয়না, বিস্কুট।
Published By: Kishore GhoshPosted: 07:19 PM Nov 17, 2024Updated: 07:19 PM Nov 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এদেশে ভোটের বাতাসে দেদার প্রতিশ্রুতি আর টাকা ওড়ে। ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। কাজ বেড়ে গিয়েছে পুলিশের। রাজ্যজুড়ে নাকা তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যে বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা এবং রূপো বাজেয়াপ্ত হয়েছে। তার মোট মূল্য জানলে চমকে উঠতে হয়।

Advertisement

শুক্রবার মুম্বই থেকে ৮০ কোটি টাকার রুপো বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এর পর শনিবার বিস্কুট এবং গয়না মিলিয়ে ১৪ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করেছে নাগপুর পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবারই নাগপুরে এসে পৌঁছেছিল বহুমূল্য এই ধাতু। নিয়ে যাওয়া হচ্ছিল অমরাবতীতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে মোট ৮৪৭৬ কেজি রুপো বাজেয়াপ্ত হয়েছে। যার বাজারদর ৮০ কোটি টাকা। শুক্রবার গভীর রাতে একটি ট্রাক থেকে উদ্ধার হয় ওই রুপো। গ্রেপ্তার কর হয়েছে ট্রাক চালককে। কে বা কারা ওই পাচারের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, ২০ নভেম্বরে এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট। গণনা হবে ২৩ নভেম্বর। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-র ‘মহাজুটি’ জোট। প্রতিপক্ষ কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-র ‘মহাবিকাশ আঘাড়ী’ জোট। রাহুল গান্ধীর হেলকপ্টার, ব্যাগ তল্লাশি নিয়ে শাসক-বিরোধী অশান্তি তুঙ্গে পৌঁছেছে। কমিশনকে লিখিত নালিশ জানিয়েছে কংগ্রেস। শাসকপক্ষ ছেড়ে কথা বলছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০ নভেম্বরে এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট।
  • গণনা হবে ২৩ নভেম্বর।
Advertisement