১০০ দিনের কাজের প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ২০০৫ (সংক্ষেপে মনরেগা)। মোদি সরকারের ইচ্ছায় প্রকল্পের নতুন নাম হয়েছে ‘বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’। সংক্ষেপে জিরামজি। যারা কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধী তাদের একজোট হতে বললেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাশাপাশি কংগ্রেস নেতার মন্তব্য, "জিরামজি জিনিসটা ঠিক কী তা তিনি জানেন না"। এতে খেপে গিয়েছে গেরুয়া শিবির। রাহুলকে 'হিন্দু বিরোধী' বলে তোপ দেগেছে তারা।
গত মাসে বিরোধী দলের বিক্ষোভের মধ্যে জিরামজি বিল পাশের সময় সংসদে উপস্থিত ছিলেন না রাহুল গান্ধী। এর জন্য ক্ষমতাসীন দলের সমালোচনার মুখে পড়েন তিনি। এদিন কংগ্রেস নেতা জানান, "নতুন আইনটির (জিরামজি) নাম সম্পর্কে তিনি পরিচিত নন।" এদিন ‘বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ সম্পর্কে রাহুল বলেন, "আমি জানি না জিরামজি ঠিক কী!" উল্লেখ্য, এর আগে একই ধরনের মন্তব্য করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে।
গত মাসে বিরোধী দলের বিক্ষোভের মধ্যে জিরামজি বিল পাশের সময় সংসদে উপস্থিত ছিলেন না রাহুল গান্ধী।
মহাত্মা গান্ধীর নাম সরিয়ে ভগমান রামের নাম আনায় রাহুল গান্ধী-সহ বিরোধী শিবিরের অনেকেই তোপ দেগেছে শাসকশিবিরের বিরুদ্ধে। বিষয়টিকে কাজে লাগিয়ে তাদের 'রামবিরোধী' বলে দেগে দিচ্ছে বিজেপি। সেই কৌশলেই এবার রাহুল গান্ধী হিন্দুবিরোধী বলল গেরুয়া শিবির। উল্লেখ্য, অতীতে সাংবাদিক সম্মেলন করে রাহুল বলেছিলেন, "মনরেগা প্রত্যেক গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করত। প্রকল্পটি থাকুক চান না মোদি।"
