shono
Advertisement

শিখ দাঙ্গায় যাবজ্জীবন কারাদণ্ড কংগ্রেস নেতা সজ্জন কুমারের  

৮৪'র শিখ গণহত্যাকে দেশভাগের সময় ঘটা নারকীয় হত্যালীলার সঙ্গে তুলনা করেন দুই বিচারপতি৷   The post শিখ দাঙ্গায় যাবজ্জীবন কারাদণ্ড কংগ্রেস নেতা সজ্জন কুমারের   appeared first on Sangbad Pratidin.
Posted: 10:57 AM Dec 17, 2018Updated: 11:01 AM Dec 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ধুলিস্যাৎ রাজনৈতিক ঢাল৷  ৩৪ বছর পর ১৯৮৪ সালের শিখ দাঙ্গায় দোষী সাব্যস্ত কংগ্রেস নেতা সজ্জন কুমার৷  তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে৷  সোমবার নিম্ন আদালতের রায় খারিজ করে ওই কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে দিল্লি হাই কোর্ট৷  

Advertisement

নির্বাচনের আগেই রক্তাক্ত অতীত নিয়ে ফের বিপাকে পড়ল প্রধান বিরোধী দল কংগ্রেস৷  সজ্জন কুমার দোষী সাব্যস্ত হওয়ায় ফের ৮৪’র ক্ষতে হাওয়া লেগেছে বলেই মনে করা হচ্ছে৷  উল্লেখ্য, বহুদিন ধরে চলা মামলায় নিম্ন আদালতে বেকসুর খালাস পান সজ্জন৷  সেই মামলা গড়ায় দিল্লি হাই কোর্ট পর্যন্ত৷  এদিন নিম্ন আদালতের রায় খারিজ করে ওই কংগ্রেস নেতাকে দোষী সাব্যস্ত করে বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি বিনোদ গোয়েলের ডিভিশন বেঞ্চ৷ ৮৪’র শিখ গণহত্যাকে দেশভাগের সময় ঘটা নারকীয় হত্যালীলার সঙ্গে তুলনা করেন দুই বিচারপতি৷  

উল্লেখ্য, গত মাসেই অন্য দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়৷  তাদের একজনকে  মৃত্যুদণ্ড দেয় দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট৷ উল্লেখ্য, ইন্ধিরা গান্ধীর হত্যার পর দেশজুড়ে বিশেষ করে রাজধানী দিল্লিতে ঘটে শিখদের হত্যালীলা৷ নারকীয় শিখ বিরোধী দাঙ্গার তদন্তে গঠন করা হয় এসআইটি৷ যদিও কংগ্রেস নেতা জগদীশ টাইটলার-সহ একাধিক রাঘব বোয়াল প্রমাণের অভাবে আজও ধরা ছোঁয়ার বাইরে৷ এ নিয়ে বহু বিতর্ক দেখা দিলেও ইউপিএ এক ও দুই আমলে অজ্ঞাত কারণে থিতিয়ে যায় এসআইটি-র তদন্ত৷      

            

The post শিখ দাঙ্গায় যাবজ্জীবন কারাদণ্ড কংগ্রেস নেতা সজ্জন কুমারের   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement