shono
Advertisement

Breaking News

Anti-terror Operation

কাশ্মীরে পাক জইশের ঘাঁটি! বরফে ঢাকা কিশ্তওয়ারে চিরুনি তল্লাশি সেনার, বন্ধ ইন্টারনেট পরিষেবা

গোয়েন্দা সূত্রের খবর, নিরাপত্তার ফাঁক গলে পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে জইশ-ই-মহম্মদের বেশ কয়েকজন জঙ্গি। অনুমান করা হচ্ছে, এরা ছত্রু এলাকায় লুকিয়ে থাকতে পারে।
Published By: Amit Kumar DasPosted: 02:46 PM Jan 30, 2026Updated: 02:46 PM Jan 30, 2026

জম্মু ও কাশ্মীরে ঘাঁটি গেড়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ফিদায়েঁ জঙ্গিরা! গোপন সূত্রে খবর পেয়ে, চিরুনি তল্লাশিতে নামল সেনা। বরফে ঢাকা কিশ্তওয়ারের বিস্তীর্ণ অঞ্চলে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাত ১২টা পর্যন্ত ওই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানা যাচ্ছে।

Advertisement

জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কিশ্তওয়ারে পৌঁছয় সেনা, আধাসেনা ও পুলিশের যৌথবাহিনী। জঙ্গিদের খোঁজে একের পর এক গ্রাম ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। যারা গ্রামে গা ঢাকা দিয়ে তারা যাতে নিজের মধ্যে কোনওরকম যোগাযোগ করতে না পারে তা নিশ্চিত করতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। প্রশাসনের তরফে জানান গিয়েছে, বারামুলার সিংপোরা, কিশ্তওয়াড়ের চিঙ্গম ও ছত্রু এলাকায় ৬ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মিলবে না ইন্টারনেট পরিষেবা। নিরাপত্তাজনিত কারণেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। গোয়েন্দা সূত্রের খবর, নিরাপত্তার ফাঁক গলে পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে জইশ-ই-মহম্মদের বেশ কয়েকজন জঙ্গি। অনুমান করা হচ্ছে, এরা ছত্রু এলাকায় লুকিয়ে থাকতে পারে। পাশাপাশি তল্লাশি জারি রয়েছে নইদগাম, আরিগাম-সহ বেশ কিছু এলাকায়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কাশ্মীরে দুটি অভিযান জানিয়েছিল নিরাপত্তাবাহিনী। প্রথম অভিযান চলে গত ২২ জানুয়ারি মালি দানায় এবং গত ২৫ জানুযায়ি জানসির- কান্দিওয়ারে। যদিও দুই অভিযানেই সেনার হাত থেকে পালিয়ে জঙ্গলে গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা। গত সপ্তাহে কাশ্মীরের কাঠুয়াতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জঙ্গির। পাশাপাশি সাম্প্রতি সাম্প্রতিক সময়ে এই কিশ্তওয়ারাতে জঙ্গিদের গুলিতে শহিদ হন এক জওয়ান। আহত হয়েছিলেন ৭ জওয়ান। এবার কাশ্মীরে সক্রিয় হয়ে ওঠা পাক জঙ্গিদের অঙ্কুরে বিনাশ করতে আটঘাট বেঁধে মাঠে নামল সেনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement