shono
Advertisement
Modi Government

বছরে দু'কোটির বেশি চাকরি, প্রতিশ্রুতি পূরণ করল মোদি সরকার? সংসদে জোরাল দাবি কেন্দ্রের

ক্ষমতায় এলে বছরে দু'কোটি চাকরি। সেই ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ১১ বছর অতিবাহিত। এই প্রতিশ্রুতির কথা উঠলেই অস্বস্তিতে পড়তে হয় মোদি সরকারকে।
Published By: Subhajit MandalPosted: 01:41 PM Jan 30, 2026Updated: 04:12 PM Jan 30, 2026

ক্ষমতায় এলে বছরে দু'কোটি চাকরি। সেই ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ১১ বছর অতিবাহিত। এই প্রতিশ্রুতির কথা উঠলেই অস্বস্তিতে পড়তে হয় মোদি সরকারকে। যদিও এবার খানিকটা পালটা দেওয়ার সময় এসেছে। অন্তত সরকারি পরিসংখ্যানে দাবি, বছরে দু'কোটি চাকরির সেই প্রতিশ্রুতি অবশেষে পূরণ হয়েছে।

Advertisement

বুধবার সংসদে তথ্য দিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দাবি করেছে, গত বছর দেশজুড়ে ২ কোটি ২২ লক্ষ জনের চাকরি হয়েছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই পরিসংখ্যান প্রকাশ করে দাবি করেছেন, দেশে বেকারত্বের হার লাগাতার কমছে। কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার ফলে দেশ জুড়ে বেকারত্বের হার কমে হয়েছে ৩.২ শতাংশ। যা উন্নত দেশগুলির তুলনায় অনেক কম।

২০২৩ সালে বেকারত্ব দূর করার লক্ষ্যে দেশজুড়ে রোজগার মেলা শুরু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এ পর্যন্ত দেশজুড়ে ১৮ হাজার রোজগার মেলা হয়েছে। কেন্দ্র ও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের সরকার এই মেলাগুলির আয়োজন করে। তাতে সরকারি-বেসরকারি সবরকম চাকরির নিয়োগপত্রই বিলি করা হয়। মোদি সরকারের দাবি ওই ১৮ হাজার রোজগার মেলায় গত এক বছরেই ২ কোটি ২২ লক্ষ চাকরি বিলি হয়েছে। ফলে বেকারত্ব নিয়ে যে দাবি বিরোধীরা করে তা বৈধ নয়।

এখানেই শেষ নয়, বেকারত্ব দূর করতে ‘ন্যাশনাল কেরিয়ার সার্ভিস’ নামের একটি পোর্টালও তৈরি করেছে কেন্দ্র। এই পোর্টালের সঙ্গে সমস্ত রাজ্য সরকারের পোর্টাল ও ৫৫ লক্ষেরও বেশি বেসরকারি সংস্থা সংযুক্ত রয়েছে। কেন্দ্রের দাবি, গত ১০ বছরে ৬ কোটি বেকার যুবক-যুবতী এই পোর্টালে নাম লিখিয়েছেন। তাদের অনেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement