shono
Advertisement

বিপন্ন কেরলবাসীর কাছে সাক্ষাৎ ‘ঈশ্বরের দূত’ভারতীয় সেনা, দেখুন উদ্ধারের ভিডিও

ভিডিও দেখলে গর্ববোধ করবেন আপনিও। The post বিপন্ন কেরলবাসীর কাছে সাক্ষাৎ ‘ঈশ্বরের দূত’ ভারতীয় সেনা, দেখুন উদ্ধারের ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 03:14 PM Aug 19, 2018Updated: 03:44 PM Aug 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত কেরল৷ বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে ‘ঈশ্বরের আপন দেশ’-এ৷ সরকারি হিসাবে সলিল সমাধি ঘটেছে প্রায় ৩৬০ জনের, নিখোঁজ কয়েক হাজার মানুষ৷ বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে৷ ইতিমধ্যে কেরলে প্রতি সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র এবং জাতীয় বা আন্তর্জাতিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি৷ ৫০০ কোটি টাকার ত্রাণ ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একাধিক রাজ্য৷

Advertisement

বিপন্ন কেরলবাসীর কাছে কার্যত ভগবানের দূত হিসাবে হাজির হয়েছেন ভারতীয় সেনার জওয়ানরা৷ রাজ্যের ১৪টি জেলার প্রত্যন্ত স্থানে পৌঁছে গিয়েছেন স্থল সেনা, বায়ু সেনা ও নৌ-সেনার জওয়ানরা৷ জলবদ্ধ মানুষকে উদ্ধার করতে বাড়ির ছাদে নামান হচ্ছে সেনার হেলিকপ্টার৷ উদ্ধার করা হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলা থেকে শুরু করে ছোট শিশু, এমনকি বিপন্ন প্রাণীদের৷ বুক জলে নেমে আটকে পড়া মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন সেনা জওয়ানরা৷

ইতিমধ্যে ত্রাণ শিবিরে প্রায় পাঁচ লাখ মানুষকে উদ্ধার করে এনেছেন তাঁরা৷ সমস্ত বাধা টপকে এখন বিপর্যস্ত মানুষদের উদ্ধার করাই তাঁদের জীবনের মূল লক্ষ্য হয়ে উঠেছে৷ দেশের যেকোনও বিপর্যয়ে বরাবরই বিপদতারিণীর ভূমিকা পালন করেছেন সেনা জওয়ানরা৷ সে সন্ত্রাস হানাই হোক বা সুনামি অথবা আয়লা৷ দেশের সেবার সর্বদা ব্রত থেকেছে ভারতীয় সেনা৷ সন্ত্রাসী নিকেশে যে গতিতে তাঁরা অস্ত্র চালাতে পারেন, সেই গতিতেই ঝাঁপিয়ে পড়েন প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায়৷ এহেন ভারতীয় সেনাকে দেশবাসীর পক্ষ থেকে স্যালুট!

The post বিপন্ন কেরলবাসীর কাছে সাক্ষাৎ ‘ঈশ্বরের দূত’ ভারতীয় সেনা, দেখুন উদ্ধারের ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement