shono
Advertisement
Jammu and Kashmir

জম্মু-কাশ্মীরে সেনা অফিসারকে গুলি করে হত্যা সেনাছাউনির ভিতরেই! ঘনাচ্ছে রহস্য

Published By: Saurav NandiPosted: 01:14 PM Dec 24, 2025Updated: 03:20 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে সেনাছাউনির ভিতরেই গুলি করে হত্যা করা হল এক সেনা অফিসারকে। এই ঘটনায় প্রাথমিক ভাবে জঙ্গিহানার আশঙ্কা করা হয়ে থাকলেও, পরে সেই সম্ভাবনা খারিজ হয়েছে। তদন্তকারীদের অনুমান, ওই সেনা অফিসারকে গুলি করেছেন তাঁর এক সতীর্থই।

Advertisement

মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার একটি সেনাছাউনিতে ঘটনাটি ঘটে। আচমকাই গুলির জোরালো শব্দে শোরগোল পড়ে গিয়েছিল সেনাছাউনিতে। পরে জওয়ানেরা গিয়ে দেখেন, গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে রয়েছেন এক জুনিয়র কমিশনড অফিসার। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সেনা সূত্রে খবর, ঘটনার পর থেকেই এক জওয়ানে নিখোঁজ। মনে করা হচ্ছে, তিনিই সেনা অফিসারকে গুলি করেছেন। আপাতত তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে জম্মু-কাশ্মীরে। পুলিশ সূত্র জানিয়েছে, এই ঘটনায় এফআইআর রুজু হয়েছে। তার ভিত্তিতে শুরু হয়েছে তদন্তও। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহত সেনা অফিসার রিয়াসি জেলার বাসিন্দা। আর অভিযুক্ত জওয়ান জম্মুর বাসিন্দা। বর্তমানে তিনি পলাতক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জম্মু-কাশ্মীরে সেনাছাউনির ভিতরেই গুলি করে হত্যা করা হল এক সেনা অফিসারকে।
  • এই ঘটনায় প্রাথমিক ভাবে জঙ্গিহানার আশঙ্কা করা হয়ে থাকলেও, পরে সেই সম্ভাবনা খারিজ হয়েছে।
  • তদন্তকারীদের অনুমান, ওই সেনা অফিসারকে গুলি করেছেন তাঁর এক সতীর্থই।
Advertisement