shono
Advertisement

সেনার উদ্যোগে গোটা ভারতকে চিনবে কাশ্মীরি পড়ুয়ারা

পাথর নিক্ষেপকারীদের নতুন জীবনের রসদ জোগাতে... The post সেনার উদ্যোগে গোটা ভারতকে চিনবে কাশ্মীরি পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:28 PM Jun 11, 2017Updated: 04:16 PM Jun 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :  শুধুই কি পাথর ছোড়া?  সন্ত্রাসের উত্তাপ, জঙ্গি সন্দেহ নিয়ে বেঁচে থাকা? অন্যরকম হতে পারে না জীবন?  দেশের আর পাঁচটা পড়ুয়ার মতো, স্বাভাবিক, শান্ত। হতেই পারে, বলা ভাল, হতে পারত। কিন্তু জায়গাটার নাম যে কাশ্মীর, তাই জীবনযাত্রার অর্থ রোজ বদলে যায় এখানে।

Advertisement

[জলবায়ুর বদলে গরমের সঙ্গে আরও কী বাড়বে জানেন?]

এই পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় আসরে নামল ভারতীয় সেনা। দক্ষিণ কাশ্মীরের ২০ জন ছাত্রকে বেছে নিয়েছে দেশের সশস্ত্র বাহিনী। এই ছাত্ররা যাবে ভারত ভ্রমণে। মানে গোটা দেশের দর্শনীয়, দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখবে তারা। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে ২০ জন ছাত্রকে বাছা হয়েছে, তারা প্রত্যেকেই কোনও না কোনও বিক্ষোভে শামিল ছিল, এদের প্রত্যেকে সেনাকে লক্ষ্য করে পাথর ছুড়েছে। তবে এটাই কিন্তু তাদের শেষ পরিচয় নয়। সেনার শীর্ষ এক আধিকারিক জানাচ্ছেন, এদের অস্থির শৈশব, তাদের বিপথে হাঁটতে বাধ্য করেছে। তাদের সামনে সুস্থ জীবনের ছবি রাখলে, তারা সেই ক্যানভাসেই ছবি আঁকবে। আর এই বিশ্বাসেই শিক্ষামূলক ভ্রমণের উদ্যোগ সেনার তরফে।

[প্যালেস্তিনীয় শিশুকে স্তন্যদান, মানবিকতার নজির ইজরায়েলি নার্সের]

এই কিশোরদের সাথে কথা বলেছেন সেনার আধিকারিকরা। উঠে এসেছে অদ্ভুত তথ্য। এদের মধ্যে অনেকেই পাথর ছুড়েছিল স্রেফ মজা করার জন্য। সেকথা স্বীকারও করেছে তারা। তাই সেনা আজ অভিভাবকের ভূমিকায়। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে উদ্ধৃত করে সেনা আধিকারিকরা স্বপ্ন দেখাতে শুরু করেছেন এই কাশ্মীরি কিশোরদের। যারা হয়তো কাশ্মীরের ভবিষ্যতকে পালটাতে পারবে। সেনার সদভাবনা প্রকল্পের আওতায় এরা এক সুস্থ ভবিষত্যের লক্ষ্যে আপাতত ভারত সফরে। মুম্বই, জয়পুর ঘুরে বেশ কিছু ঐতিহাসিক জায়গায় এরা খুঁজে দেখবে নিজেদের ঐতিহ্যকে। পরে বাড়ি ফিরে এরাই নিজেদের অভিজ্ঞতা ছড়িয়ে দেবে কাশ্মীরের ভিতরে। উৎসাহ দেবে পরবর্তী প্রজন্মকে পাথর ফেলে অন্য পথে হাঁটার।

The post সেনার উদ্যোগে গোটা ভারতকে চিনবে কাশ্মীরি পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement