shono
Advertisement
Arvind Kejriwal

'বিজেপির কুকীর্তি সমর্থন করেন?' দিল্লিতে RSS আসরে নামতেই ভাগবতকে চিঠি কেজরির

ভগবতের কাছে কেজরির কুকর্মের খতিয়ান তুলে ধরেন কেজরিওয়াল।
Published By: Amit Kumar DasPosted: 02:09 PM Jan 01, 2025Updated: 02:14 PM Jan 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির কর্মকাণ্ডকে সমর্থন করেন আরএসএস প্রধান মোহন ভাগবত! রাজধানীর রাজনীতিতে বিজেপির কুকর্মের খতিয়ান তুলে ধরে ভাগবতকে চিঠি লিখলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেজরির এই চিঠি রাজধানীর রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।

Advertisement

দিল্লিতে বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শোনা যাচ্ছে, দিল্লিতে বিজেপির হয়ে ভোট চাইতে ময়দানে নামতে চলেছে আরএসএস। এহেন পরিস্থিতির মাঝেই আরএসএস প্রধানকে উদ্দেশ্য করে চিঠিতে কেজরিওয়াল লিখেছেন, 'মোহন ভাগবতজি আমার প্রনাম নেবেন। আশা করি শারীরিকভাবে আপনি সুস্থ রয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে জানলাম আরএসএস নাকি বিজেপির হয়ে দিল্লিতে ভোট চাইবে। এত তথ্য কি সত্য? তাই যদি হয় তাহলে দিল্লিবাসী জানতে চান, বিজেপি এর আগে যে সব কুকীর্তি করেছে আরএসএস কি তা সমর্থন করে?'

এরপরই ভাগবতের উদ্দেশে তিন প্রশ্ন ছোড়েন কেজরি। জানতে চান, 'বিজেপি নেতারা প্রকাশ্যে টাকা বিলিয়ে ভোট কিনছে। আরএসএস কি এই ভোট কেনাবেচার রাজনীতিকে সমর্থন করে?' কেজরির দ্বিতীয় প্রশ্ন, 'বৃহত্তর স্তরে গরিব, দলিত ও বস্তির বাসিন্দাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অথচ দীর্ঘ দিন ধরে তাঁরা দিল্লির বাসিন্দা।' উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দিল্লির হাজার হাজার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে তীব্র ভাষায় সরব হয়েছে আম আদমি পার্টি। বিজেপির এইসব কুকীর্তিকে আরএসএস সমর্থন করে কিনা জানতে চেয়ে কেজরি লিখেছেন, 'আপনার কি মনে হয় এই ঘটনা দেশের গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর? আপনি কি মনে করেন না বিজেপি এভাবে দেশের গণতন্ত্রকে দুর্বল করছে?'

অবশ্য বিজেপির বিরুদ্ধে একরকম নালিশ জানিয়ে কেজরির তরফে ভাগবতকে চিঠি এই প্রথমবার নয়। মাস তিনেক আগে মোদির অবসর-সহ ৫ ইস্যু তুলে ধরে আরএসএস প্রধানকে চিঠি লেখেন তিনি। তাঁর অভিযোগ ছিল, বিজেপি অন্য দলের নেতাদের ভাঙিয়ে এনে দল ভাঙছে। পাশাপাশি দুর্নীতিগ্রস্ত নেতাদের দলে নিচ্ছে ওরা। এবার দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনদফা প্রশ্নে মোহন ভাগবতকে চাপে ফেললেন কেজরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপির কর্মকাণ্ডকে সমর্থন করেন আরএসএস প্রধান মোহন ভাগবত!
  • রাজধানীর রাজনীতিতে বিজেপির কুকর্মের খতিয়ান তুলে ধরে ভাগবতকে চিঠি লিখলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
  • দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেজরির এই চিঠি রাজধানীর রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।
Advertisement