shono
Advertisement

প্রার্থীকে জেতাতে ভুয়ো ভোটার তৈরি বিজেপির! কমিশনে নালিশ কেজরির

বিজেপি নেতা ও সাংসদদের ঠিকানা ব্যবহার করে দিল্লির ভোটার হওয়ার চক্রান্ত!
Published By: Amit Kumar DasPosted: 09:12 PM Jan 11, 2025Updated: 09:12 PM Jan 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির আগুনে ফুটছে রাজধানী দিল্লি। একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছে কংগ্রেস, বিজেপি ও আম আদমি পার্টি। চূড়ান্ত রাজনৈতিক তরজার মাঝেই এবার বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। চিঠিতে দিল্লির ভোটার লিস্টে কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

Advertisement

নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, নির্বাচনে জিততে ভুয়ো ভোটার তৈরি করছেন বিজেপির কিছু নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে আপ প্রধান লিখেছেন, 'বিজেপি প্রার্থী প্রবেশ বর্মা তাঁর ঠিকানায় ৩৩ জন নতুন ভোটার হওয়ার জন্য আবেদন জানিয়েছেন। যদি এই ঘটনা বিজেপি প্রার্থীর ইন্ধনে হয়ে থাকে, তবে অবিলম্বে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। এবং তাঁর প্রার্থী পদ বাতিল করা হোক।' কেজরি আরও অভিযোগ করেন, 'বিজেপি দিল্লির মানুষের চোখে ধুলো দিয়ে ভোটার তালিকায় হেরফের শুরু করেছে। এবং ভোটে জিততে ঘুরপথে কারচুপির খেলা খেলছে।'

কেজরির অভিযোগ, 'ভোটার তালিকায় কারচুপি ধরা পড়ার পর এবার অন্য পন্থা অবলম্বন করেছে বিজেপি। বিজেপি নেতা ও সাংসদদের ঠিকানা ব্যবহার করে দেশের নানা প্রান্ত থেকে মানুষকে এনে দিল্লির ভোটার করা হচ্ছে। প্রবেশ বর্মার সরকারি আবাসকে ঠিকানা করে ৩৩ জন দিল্লির ভোটার হওয়ার আবেদন জানিয়েছেন। এটা কি বিশ্বাসযোগ্য, যে রাতারাতি দেশের ৩৩ জন নিজের ঠিকানা বদলে ওই সরকারি আবাসকে নিজের ঠিকানা করছেন!'

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে একদফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। সময় যত এগিয়ে আসছে অভিযোগ পালটা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর পারদ। অনেকদিন ধরেই বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা হেরফেরের অভিযোগ তুলছেন আপের শীর্ষ নেতারা। পালটা সম্প্রতি আপের বিরুদ্ধে ভুয়ো ভোটার তৈরির অভিযোগ করেছে গেরুয়া শিবির। অন্যদিকে, আপ ও বিজেপির বিরুদ্ধে ভোটের পরিবেশ নষ্ট করার অভিযোগ জানিয়ে শুক্রবার কমিশনের দ্বারস্ত হয় কংগ্রেস। এবার ভুয়ো ভোটার তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালেন অরবিন্দ কেজরিওয়াল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে নির্বাচন কমিশনারকে চিঠি অরবিন্দ কেজরিওয়ালের।
  • চিঠিতে দিল্লির ভোটার লিস্টে কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ আপ প্রধানের
  • আপের অভিযোগ, বিজেপি নেতা ও সাংসদদের ঠিকানা ব্যবহার করে দিল্লির ভোটার হওয়ার চক্রান্ত!
Advertisement