shono
Advertisement
Poverty Report

মোদির রাজত্বে দারিদ্রসীমার বাইরে ৩০ কোটি, দাবি আর্থিক উপদেষ্টার, উঠছে প্রশ্নও

২০২৩-২৪ অর্থবর্ষে দেশে দারিদ্র কমে হয়েছে ৪%, দাবি মোদির আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্যের।
Published By: Kishore GhoshPosted: 02:07 PM Mar 05, 2025Updated: 02:17 PM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১-১২ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যে ৩০ কোটি মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন। মঙ্গলবার এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য শমিকা রবি। লোকসভা ভোটের মাস তিনেক আগে মোদি দাবি করেছিলেন, গত দশ বছরে বিজেপি সরকারের সুশাসনে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্রের কবল থেকে বেরিয়ে এসেছেন। সেই দাবিকেই মান্যতা দিলেন শমিকা। যদিও দারিদ্র মাপার স্কেল নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

Advertisement

দেশে দারিদ্র আছে কি নেই, এই নিয়ে প্রচার ও পালটা প্রচার শাসক ও বিরোধীদের বরাবরের কৌশল। যদিও সাম্প্রতিক ভারতে নির্বাচনী কৌশল হিসাবে দারিদ্র, বেকারত্বের মতো বিষয়গুলি গুরত্ব হারাচ্ছে, ক্রমশ গুরত্বপূর্ণ হয়ে উঠেছে ধর্ম। এর পরেও অবশ্য লোকসভা ভোটের তিন মাস আগে নীতি আয়োগ দাবি করেছিল, মোদি সরকারের দশ বছরে ২৪.৯ কোটি মানুষ দারিদ্রসীমা থেকে বেরিয়ে এসেছেন। এই বক্তব্যকে হাতিয়ার করে লোকসভা ভোটের প্রচার চালান মোদি।

India’s extreme poverty is finally

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অর্থনীতিবিদ সুরেশ তেন্ডুলকরের তৈরি দারিদ্রসূচকে শহরে প্রতি মাসে ৫৭৯ টাকা, গ্রামে ৪৪৭ টাকার কম খরচ করলে তাকে দরিদ্র বলা হয়।
  • শতাংশের হিসাবে ২০১১-১২-য় দারিদ্রের হার ছিল ২৯.৫%, ২০২৩-২৪-এ তা কমে হয়েছে ৪%।
  • মোদি সরকারের দশ বছরে ২৪.৯ কোটি মানুষ দারিদ্রসীমা থেকে বেরিয়ে এসেছেন।
Advertisement