সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারও ভাবাবেগে আঘাত করবেন না। এমন কিছু বলবেন না যাতে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয়। মহারাষ্ট্রে জনসভা করার ঠিক আগে মঞ্চে বসেই পুলিশের কাজে এ হেন নোটিস পেলেন এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি।
বুধবার মহারাষ্ট্রের সোলাপুরে জনসভা ছিল AIMIM প্রধানের। ভরা জনসভায় সবে মঞ্চে উঠে বসেছেন তিনি। ভাষণ দিচ্ছিলেন দলের অন্য নেতারা। ঠিক সে সময় নির্বাচন কমিশনের নির্দেশে মহারাষ্ট্র পুলিশের আধিকারিকরা ওয়েইসিকে একটি নোটিস দিয়ে আসেন। মঞ্চে বসেই ওয়েইসি সেই নোটিস পড়তে থাকেন। বেশ কিছুক্ষণ ফোনেও কথা বলতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, ওই নোটিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ভাষণে আপত্তিকর কিছু বলতে পারবেন না মিম সুপ্রিমো। এমন কিছু বলা যাবে না যাতে অশান্তি ছড়াতে পারে।
আসাদউদ্দিন ওয়েইসি। ভারতীয় রাজনীতির চর্চিত এবং বিতর্কিত চরিত্র। বরাবরই ঠোঁটকাটা। আলটপকা মন্তব্য, 'মৌলবাদে'র সমর্থন করে বারবার বিতর্কে জড়ান তিনি। তাঁর নিন্দুকরা অভিযোগ করেন, ওয়েইসির ভাষণ অনেক সময়ই সাম্প্রদায়িক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। সেকারণেই আগেভাগে তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে। তবে ঠিক কোন ঘটনার বা ওয়েইসির কোন বক্তব্যের প্রেক্ষিতে এই নোটিস সেটা স্পষ্ট করা হয়নি। এখানেই তাঁর দলের নেতাদের প্রশ্ন, এই ধরনের নোটিস শুধু ওয়েইসিকেই দেওয়া হচ্ছে কেন?
উল্লেখ্য, একটা সময় হায়দরাবাদের পর ওয়েইসির দল মহারাষ্ট্রেই সবচেয়ে শক্তিশালী ছিল। যদি গত কয়েক বছরে সেই শক্তি অনেকটাই ক্ষয় হয়েছে। গত লোকসভা নির্বাচনে কোনও আসন পায়নি AIMIM। এবার সে রাজ্যে গোটা ১২ আসনে লড়ছে ওয়েইসির দল। তাঁদের লক্ষ্য, কয়েকটি আসন জিতে এসে কিংমেকার হিসাবে উঠে আসা।