shono
Advertisement

Breaking News

Punjab

প্রাক্তন কবাডি খেলোয়াড়কে পরপর ৩ গুলি, সগর্বে দুষ্কৃতী বলল, 'খুন করেছি, দেহ নিয়ে যান'

একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 09:21 PM Jan 06, 2026Updated: 09:29 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর তিনটি গুলি। বাড়ির কাছেই খুন পাঞ্জাবের প্রাক্তন কবাডি খেলোয়াড়। শুধু খুন নয়! কাণ্ড ঘটানোর পর যুবকের পরিবারকে দুষ্কৃতীরা জানায়, "আপনাদের ছেলেকে খুন করেছি। দেহ তুলে নিয়ে যান।"

Advertisement

নৃশংস ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়। মৃত প্রাক্তন কবাডি খেলোয়াড়ের নাম গগনদীপ সিং। বয়স ৩৬ বছর। তিনি মানুকা গ্রামের বাসিন্দা। সোমবার দানা মান্ডি এলাকায় বন্ধুদের সঙ্গে বসেছিলেন। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা মটরসাইকেল করে এসে পরপর তিনটি গুলি করে। দেহ একটি মাঠে ফেলে দেয়। তারপর বাড়িতে জানায় গগনদীপকে খুন করা হয়েছে। পরিবারের তরফে পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। তার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন লুধিয়ানার গ্রামীণের এসএসপি অঙ্কুর গুপ্তা।

গগনদীপের বাবা গুরদীপ সিং বাগ্গা এক সংবাদমাধ্যমে বলেন, "পরিবারের কয়েকজন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা এসে বলে ছেলেকে খুন করা হয়েছে। দেহ কুড়িয়ে নিয়ে এসো।" তিনি আরও বলেন, "ছেলে আগে কাবাডি খেলত। বর্তমানে একটি চালের দোকানে কাজ করত। আমার ছেলের এক বন্ধুর সঙ্গে দুষ্কৃতীর শত্রুতা ছিল। ছেলে মধ্যস্থতা করার চেষ্টা করছিল। কিন্তু ওকেই মেরে দিল।"

গগনদীপের স্ত্রী নবপ্রীত কৌর বলেন, "৩১ ডিসেম্বর ওরা আমার স্বামীর বন্ধুর উপর হামলা চালিয়েছিল। এদিন আরও লোক ডেকে আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে।" লুধিয়ানা রেঞ্জের ডিআইজি সতিন্দর সিং বলেন, "সকালে গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। পরে বিকেলে, গুরসেবক সিং ওরফে মোটু বেশ কয়েকজন সহযোগী নিয়ে ফিরে এসে গুলি চালায়। গগনদীপ ও গুরসেবক দু'জনেই একই গ্রামের বাসিন্দা। আমরা ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরপর তিনটি গুলি। বাড়ির কাছেই খুন পাঞ্জাবের প্রাক্তন কবাডি খেলোয়াড়।
  • শুধু খুন নয়! কাণ্ড ঘটানোর পর যুবকের পরিবারকে দুষ্কৃতীরা জানায়, "তোমাদের ছেলেকে খুন করেছি। দেহ তুলে নিয়ে যান।"
  • নৃশংস ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়।
Advertisement