shono
Advertisement

Breaking News

Thalapathy Vijay

স্থগিত বিজয়ের শেষ ছবির মুক্তি, বিজেপির হাত না ধরার খেসারত দিচ্ছেন থলপতি?

শুক্রবার থলপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’-এর রিলিজ করার কথা।
Published By: Anwesha AdhikaryPosted: 11:24 PM Jan 07, 2026Updated: 04:36 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা হিসাবে কেরিয়ারের শেষ ছবি। কিন্তু থলপতি বিজয়ের সেই ছবি ‘জন নয়াগন’-এর মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল। ইতিমধ্যেই ছবিটি নিয়ে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। বুধবার সেন্সর বোর্ড জানিয়ে দিল, ছবিটি এখনই রিলিজ করা যাবে না। এই সিদ্ধান্তে স্বভাবতই হতাশ নির্মাতারা। দর্শকদের জন্য বিশেষ বার্তাও দিয়েছে ‘জন নয়াগন’-এর নির্মাতা কেভিএন প্রোডাকশন হাউস।

Advertisement

আগামী ৯ জানুয়ারি থলপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’-এর রিলিজ করার কথা। মুক্তির কয়েকঘণ্টা আগেই আচমকা জানা যায়, শুক্রবার মুক্তি পাচ্ছে না বহু প্রতীক্ষিত ছবিটি। সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় এই ছবি নিয়ে মাদ্রাজ হাই কোর্টে মামলা দায়ের করেছেন নির্মাতারা। বুধবার আদালত নির্দেশ দিয়েছে, এই ছবি খতিয়ে দেখার জন্য নতুন কমিটি গঠন করতে হবে। তবে মামলার রায় এখনও দেয়নি মাদ্রাজ হাই কোর্ট। এহেন পরিস্থিতিতেই জানা গেল, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে থলপতির শেষ ছবির মুক্তি।

তবে বিশ্লেষকদের মতে, ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার নেপথ্যে থাকতে পারে জটিল রাজনৈতিক অঙ্ক। সামনেই রয়েছে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। সেখানে বিজয়ের দল টিভিকে-র সঙ্গে জোটের কথা ভাবা শুরু করেছে কংগ্রেস, এমনটাই সূত্রের খবর। সদ্যই তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন সুপারস্টার বিজয়। শুরুতে বেশ সাড়াও ফেলেছেন। রাহুল গান্ধীর সঙ্গে তাঁর বন্ধুত্বও রয়েছে। জোট নিয়ে অভিনেতা সবুজ সংকেত দিয়ে ফেলেছেন বলেও খবর শোনা যাচ্ছে।

অন্যদিকে বিজেপিও নাকি থলপতির সঙ্গে জোটে আগ্রহী ছিল। কিন্তু সেই সম্ভাবনা একেবারে নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপিকে প্রত্যাখ্যান করে কংগ্রেসের দিকে ঝোঁকাটাই কাল হল বিজয়ের? প্রথমে কারুর পদপিষ্ট কাণ্ডে সিবিআই তলব, তারপর ছবি মুক্তিতে বাধা- ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। সিনেমাপ্রেমীরা মনে করছেন, হয়তো তামিলনাড়ুর ভোটের আগে বিজয়ের ছবিকে রিলিজ করাই হবে না। প্রসঙ্গত, কোথাও ৫ হাজারে আবার কোথাও বা আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছে ‘জন নয়াগন’-এর টিকিট। কিন্তু আপাতত মুক্তির আলো দেখছে না এই সিনেমা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় এই ছবি নিয়ে মাদ্রাজ হাই কোর্টে মামলা দায়ের করেছেন নির্মাতারা।
  • সামনেই রয়েছে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। সেখানে বিজয়ের দল টিভিকে-র সঙ্গেও জোটের কথা ভাবা শুরু করেছে কংগ্রেস, এমনটাই সূত্রের খবর।
  • বিজেপিও নাকি থলপতির সঙ্গে জোটে আগ্রহী ছিল। কিন্তু সেই সম্ভাবনা একেবারে নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Advertisement