shono
Advertisement

Breaking News

GDP

শেয়ার বাজারে রক্তক্ষরণ-মার্কিন শুল্কবাণ সামলে ঝড়ের গতিতে বাড়বে GDP, পূর্বাভাস কেন্দ্রের

মুদ্রাস্ফীতি হ্রাস, করছাড়ের পরিমাণ বৃদ্ধি, নতুন জিএসটিতে আমজনতার ক্রয়ক্ষমতা বেড়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 07:50 PM Jan 07, 2026Updated: 08:45 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই ধাক্কা খেয়েছে ভারতের শেয়ার বাজার। গত বছরের শেষদিক টাকার দাম পড়েছে হু হু করে। তবে সেসব ধাক্কা সামলে ভারতের জিডিপি একলাফে বাড়তে চলেছে আগামী অর্থবর্ষে। কেন্দ্রের পেশ করা রিপোর্টে বলা হয়েছে, আগামী অর্থবর্ষে ভারতের জিডিপি পৌঁছে যাবে ৭.৪ শতাংশে। গত অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৫ শতাংশ।

Advertisement

কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, গত বছরের তুলনায় বেড়েছে বিনিয়োগ। ৭.১ শতাশ থেকে বেড়ে ৭.৮ শতাংশে যেতে পারে গ্রস ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন। এছাড়াও আমজনতার ক্রয়ের পরিমাণ যথেষ্ট ভালো। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, গত বছর আমজনতার ব্যয়ের পরিমাণ ৭ শতাংশ বেড়েছে। মুদ্রাস্ফীতি হ্রাস, করছাড়ের পরিমাণ বাড়ানো, নতুন জিএসটি-ইত্যাদির কারণেই আমজনতার ক্রয়ক্ষমতা বেড়েছে বলে মনে করছে কেন্দ্রীয় রিপোর্ট।

রিয়েল এস্টেট, প্রতিরক্ষার মতো একাধিক ক্ষেত্রে গত বছরে ৯.৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। হোটেল, ব্যবসা, সম্প্রচার এবং যোগাযোগ ক্ষেত্রে বৃদ্ধির হার ৭.৫ শতাংশ। নির্মাণ এবং উৎপাদন ক্ষেত্রে আগামী বছর অন্তত ৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। তবে আশঙ্কা রয়েছে কৃষিক্ষেত্র নিয়ে। গতবছর ৩.১ বৃদ্ধি ছিল কৃষিক্ষেত্রে। বিদ্যুৎ, গ্যাস, জল পরিষেবার মতো নিত্যপ্রয়োজনীয় ক্ষেত্রেও বৃদ্ধির হার বেশ কম, ২.১ শতাংশ।

গত বছর আন্তর্জাতিক পরিস্থিতির জেরে বারবার ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। মার্কিন শুল্কবাণ, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির জট, বিশ্বব্যাপী যুদ্ধের পরিবেশ-সমস্ত কিছুর জেরেই অর্থনীতির উপর চাপ পড়েছে। কিন্তু কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, দেশের অভ্যন্তরে চাহিদা বেশি থাকায় সেই ধাক্কা সামলে নিয়েছে ভারতীয় অর্থনীতি। সেকারণেই আগামী অর্থবর্ষে জিডিপি অনেকখানি বাড়বে বলেই আশাবাদী কেন্দ্র। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের জিডিপি বেড়েছে ৮.২ শতাংশ। বছরের প্রথম ত্রৈমাসিকে এই বৃদ্ধির পরিমাণ ছিল ৭.৮ শতাংশ। আগামী অর্থবর্ষেও জিডিপি বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে বলে রিপোর্ট কেন্দ্রের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, গত বছরের তুলনায় বেড়েছে বিনিয়োগ। ৭.১ শতাশ থেকে বেড়ে ৭.৮ শতাংশে যেতে পারে গ্রস ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন।
  • রিয়েল এস্টেট, প্রতিরক্ষার মতো একাধিক ক্ষেত্রে গত বছরে ৯.৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। হোটেল, ব্যবসা, সম্প্রচার এবং যোগাযোগ ক্ষেত্রে বৃদ্ধির হার ৭.৫ শতাংশ।
  • গত বছর আন্তর্জাতিক পরিস্থিতির জেরে বারবার ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। মার্কিন শুল্কবাণ, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির জট, বিশ্বব্যাপী যুদ্ধের পরিবেশ-সমস্ত কিছুর জেরেই অর্থনীতির উপর চাপ পড়েছে।
Advertisement