shono
Advertisement

Breaking News

IndiGo Crisis

ইন্ডিগো বিপর্যয়ের মধ্যেই ভাড়াবৃদ্ধিতে যাত্রীদের ভোগান্তি! সব বিমান সংস্থার কাছে তথ্য তলব কেন্দ্রের

দেশের সমস্ত বিমান সংস্থাগুলির কাছ থেকে ভাড়ার তথ্য তলব করল ডিজিসিএ।
Published By: Saurav NandiPosted: 07:01 PM Jan 07, 2026Updated: 07:01 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিগো উড়ান সংস্থার পরিষেবায় বিভ্রাটের ফলে বিপুল হারে বেড়ে গিয়েছিল বিমান ভাড়া। তাতে স্বাভাবিক ভাবেই ভোগান্তির মুখে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের। সেই ব্যাপারে এবার পদক্ষেপ করল অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষ ডিজিসিএ। দেশের সমস্ত বিমান সংস্থাগুলির কাছ থেকে ভাড়ার তথ্য তলব করল তারা।

Advertisement

গত বছর নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত ইন্ডিগো বিপর্যয়ের জেরে দেশের উড়ান পরিষেবা ব্যবস্থাই ভেঙে পড়েছিল। সেই সংকটের সুযোগ নিয়ে বিমানের, বিশেষ করে ঘরোয়া বিমানের ভাড়া বিপুল বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন যাত্রীরা। এর পরেই বিষয়টি হস্তক্ষেপ করে ভাড়া বেঁধেও দেয় কেন্দ্র। এ বার বিমান সংস্থাগুলির কাছে ডিজিসিএ জানতে চাইল, গত বছর ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ইকোনমি এবং প্রিমিয়াম আসনের জন্য কত ভাড়া নেওয়া হয়েছে। সব বিমান সংস্থাকে ইমেল করে এই তথ্য জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

বিপর্যয়ের সময় বিমানের ভাড়াবৃদ্ধি নিয়ে দিল্লি হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার। বিমানসংস্থাগুলি টিকিটের ভাড়া ৪০ হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিল, আর তা নিয়ন্ত্রণ করতে কেন ব্যর্থ হল কেন্দ্র, সেই প্রশ্ন তুলেছিল আদালত। হাইকোর্ট বলেছিল, "যদিও কোনও সঙ্কট দেখা দেয়, তা হলে অন্য বিমানসংস্থাগুলিকে কী ভাবে সুবিধা নেওয়ার অনুমতি দিতে পারে? কী ভাবে বিমানভাড়া ৩৫-৪০ হাজার পর্যন্ত বাড়তে পারে? কী এমন ঘটতে পারে?"

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইন্ডিগো উড়ান সংস্থার পরিষেবায় বিভ্রাটের ফলে বিপুল হারে বেড়ে গিয়েছিল বিমান ভাড়া।
  • তাতে স্বাভাবিক ভাবেই ভোগান্তির মুখে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের।
  • সেই ব্যাপারে এবার পদক্ষেপ করল অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষ ডিজিসিএ।
Advertisement