সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে বাস পড়ে গেল খালে। ঘটনাস্থলে মৃত্যু অন্তত ৩০ জনের। মধ্যপ্রদেশের সিদ্ধি জেলায় এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা। দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রতি মুহূর্তে খবর নিচ্ছেন। জানিয়েছেন তুলসী সিলাওয়াত। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভার দুই সদস্য ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি মৃতদেহ।
জানা গিয়েছে, মধ্যুপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৫৫০ কিমি দূরে সিদ্ধি জেলায় সাতসকালে ঘটেছে দুর্ঘটনা। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোজা খালে পড়ে যায়। জলে তলিয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে যায়। একে একে মোট ৩২টি দেহ উদ্ধার হয়। খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর নির্দেশে ২ প্রতিনিধি সিদ্ধি জেলার দুর্ঘটনাস্থলে গিয়েছেন। ফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করে প্রতি মুহূর্তের খবর নিচ্ছেন তিনি। উদ্ধারকারী দলের ধারণা, জলে তলিয়ে মৃত্যু হয়েছে আরও অনেকের। এখনও পর্যন্ত জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা যায়নি বলে খবর। ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ অ্যাখ্য়া দিয়েছেন তিনি।