shono
Advertisement

Breaking News

uttarakhand

বদ্রীনাথে ভয়ংকর তুষারধস, বরফের স্তূপে আটকে অন্তত ৫০ শ্রমিক

বদ্রীনাথ এলাকায় কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই ধস নামে। সেখানেই আটকে পড়েন সকলে। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে।
Published By: Anwesha AdhikaryPosted: 02:01 PM Feb 28, 2025Updated: 03:33 PM Feb 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল তুষারধসে আটকে পড়লেন অন্তত ৫৭ জন শ্রমিক। জানা গিয়েছে, শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ এলাকায় কাজ করছিলেন শ্রমিকরা। আচমকাই ধস নামে। সেখানেই আটকে পড়েন সকলে। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে। ভয়াবহ ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। 

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ৫৭ জন শ্রমিক একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন। বর্ডার রোড অর্গানাইজেশনের একটি সাইটের কাছে বরফ সরানোর কাজ করছিলেন তাঁরা। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডে। তার জেরে সেনার এগনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। সেই রাস্তার বরফ সরানোর কাজে ব্যস্ত ছিলেন ৫৭ জন শ্রমিক।

মানা গ্রাম এবং মানা পাসের মাঝামাঝি এলাকায় আচমকাই ধস নামে। তাতেই আটকে পড়েন ৫৭ জন। প্রাথমিকভাবে বরফের স্তূপ টপকে কোনওমতে বেরিয়ে আসেন ১০ জন শ্রমিক। বাকিদের উদ্ধার করতে কাজে নেমে পড়েছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে শামিল হয়েছে আইটিবিপি এবং বিআরও। উদ্ধার হওয়া ১০ জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় স্থানীয় সেনা ছাউনিতে আনা হয়েছে। তবে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী লেখেন, 'তুষারধসে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে গিয়েছেন। অত্যন্ত দুঃখের খবর। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। ভগবান বদ্রী বিশালের কাছে প্রার্থনা করি সকলে যেন নিরাপদে থাকেন।' উদ্ধারকারীদের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে ক্রমাগত তুষারপাতের জেরে উদ্ধারকাজ ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement