সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখের খারদুং লা-তে তুষারধসে চাপা পড়ে মৃত্যু হল পাঁচজনের৷ এখনও পাঁচজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি স্করপিও গাড়ি করে খারদুং লা দিয়ে যাচ্ছিলেন কয়েকজন। সেই সময় হঠাৎই বরফের একটা বিশাল ধস নেমে আসে। সেই ধসের নিচেই গাড়ির যাত্রীরা চাপা পড়ে যান।
[বিপন্ন কনকদুর্গা ও বিন্দুর জীবন, নিরাপত্তার নির্দেশ সুপ্রিম কোর্টের]
কাশ্মীরে গত কয়েক দিন ধরে তুষারপাত চলছে। বৃহস্পতিবারই কাশ্মীরের অনন্তনাগ, কুলগাম, বদগাম, বারামুলা, কুপওয়ারা, বান্দিপোরা, গান্ডেরবাল, কার্গিল এবং লেহ-তে সতর্কবার্তা জারি করেছিল রাজ্য আবহাওয়া দপ্তর। ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত প্রবল তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে৷ এই সময় কাশ্মীরে বরফের টানে প্রচুর পর্যটক বেড়াতে যান। গত কয়েকদিন ধরেই আবহাওয়ার অবনতি হয়েছে। তাই পরিস্থিতি বুঝে সাধারণ মানুষকে যাত্রার পরিকল্পনা করারও আহ্বান জানিয়েছিলেন আবহাওয়াবিদরা৷
মালাবদলের পরই বিয়ের আসরে চলল গুলি, জখম কনে
এরই মাঝে শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরে তুষারধসে চাপা পড়ল যাত্রীবোঝাই গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড়ের উপর থেকে তীব্র গতিতে নেমে এসে গাড়িটিকে সজোরে ধাক্কা দেয় তুষারের চলমান দেওয়াল। বেশ কয়েক ফুট বরফের নিচে চাপা পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং জেলা প্রশাসনের কর্তারা। প্রশাসন সূত্রে খবর, জোরকদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। বরফ চাপা পড়ে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকি পাঁচজনের খোঁজে চলছে তল্লাশি৷