shono
Advertisement

উত্তরপ্রদেশে ধাক্কা সমাজবাদী পার্টির, খারিজ আজম খান-পুত্রের বিধায়ক পদ

দু'বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আবদুল খানকে।
Posted: 07:08 PM Feb 15, 2023Updated: 07:08 PM Feb 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় ধাক্কা খেল সমাজবাদী পার্টি (Samajwadi Party)। দলের বর্ষীয়ান নেতা আজম খানের (Azam Khan) পুত্র আবদুল্লার বিধায়ক পদ খারিজ হল বুধবার। ২০০৮ সালের একটি মামলায় দু’বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আবদুল্লাকে। তার জেরেই খারিজ হল তাঁর বিধায়ক পদ। প্রসঙ্গত, আগেও একবার তাঁর বিধায়কপদ কেড়ে নেওয়া হয়েছিল। তবে ২০২২ সালে আবারও নির্বাচনে জয়ী হন আবদুল্লা (Abdullah Azam Khan)।

Advertisement

মোরাদাবাদের একটি আদালত ২০০৮ সালের একটি মামলায় দুই বছরের জন্য কারাদণ্ড দেয় আজম খানের পুত্রকে। একই মামলায় সাজা পেয়েছেন আজম খান নিজেও। সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ার শাস্তি হিসাবেই কারাদণ্ডের আদেশ দেয় আদালত। যদিও বুধবারেই জামিন পেয়েছেন পিতা-পুত্র। তবে আদালতের নির্দেশ অনুযায়ী খারিজ হয়ে যায় বিধায়ক পদ।

[আরও পড়ুন: জীবিকার সুবিধায় সীমান্তবর্তী গ্রামগুলিতে তৈরি হবে সমবায়, ৪ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের]

২০১৭ সালের বিধানসভা নির্বাচনের মনোনয়ন নিয়েও একবার বিধায়কপদ খারিজ হয়েছিল আবদুল্লার। ২৫ বছর বয়স না হওয়া সত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। জয়ী হয়েও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তাঁর বিধায়ক পদ খারিজ হয়। ২০২২ সালের নির্বাচনে জয় পেলেও আবার তাঁর বিধায়ক পদে কোপ বসল।

প্রসঙ্গত, আবদুল্লার বাবা আজম খানের বিধায়ক পদও কেড়ে নেওয়া হয়েছে। ২০১৯ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন আজম খান। যোগীকে ক্রিমিনাল বলে কটাক্ষ করেন তিনি। এই অপরাধে অক্টোবর মাসে তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। খারিজ হয় তাঁর বিধায়ক পদ।

[আরও পড়ুন: ‘ভদ্র ভাবে কথা বলুন’, আয়কর কর্তার হম্বিতম্বিতে প্রতিবাদ BBC কর্মীর, ভাইরাল বচসার ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement