হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, একটি ভারসাম্যপূর্ণ এবং সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে কিডনির জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব। বৃহস্পতিবার সঞ্জয় গান্ধী পিজিআই-তে (SGPGI) আয়োজিত ৫৪তম 'ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজি'র বার্ষিক সম্মেলনে তিনি এই বার্তা দেন। বিশেষ করে ছোট শিশুদের কিডনি রোগের হাত থেকে বাঁচাতে একটি সুপরিকল্পিত কৌশলের ওপর তিনি জোর দিয়েছেন।
মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের স্বাস্থ্য খাতের সাফল্যের খতিয়ান তুলে ধরে বলেন, আগে রাজ্যে মাত্র ১৭টি মেডিকেল কলেজ ছিল। গত আট বছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০টিতে। প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ তৈরি হয়েছে। উত্তরপ্রদেশ এখন আর 'বিমারু' নয়, বরং জনস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত অর্থ সরবরাহে সক্ষম এক রাজ্য।
তিনি উল্লেখ করেন, সরকারের সাফল্যের বড় উদাহরণ হল এনসেফালাইটিস নির্মূল। গত দু'বছরের মধ্যে এই মারণ রোগকে রাজ্য থেকে বিদায় জানানো হয়েছে। কিডনি রোগীদের সুবিধার্থে রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে এখন ডায়ালিসিস পরিষেবা চালু রয়েছে। এছাড়া আয়ুষ্মান ভারত যোজনার অধীনে ৫.৫ কোটির বেশি গোল্ডেন কার্ড দেওয়া হয়েছে।
চাষের প্রসারের ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাসায়নিক সারের ব্যবহার কমাতে ৩৪টি জেলায় প্রাকৃতিক উপায়ে কৃষিকাজের জন্য প্রচার করা হচ্ছে। ভেজাল খাবারের বিরুদ্ধেও রাজ্যজুড়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কিডনির সুস্থতা রক্ষায় এই উদ্যোগ প্রশংসনীয়। ১৮ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক সম্মেলনে নেপাল, বাংলাদেশ, ইউরোপ ও আমেরিকার বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। উন্নত প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কিডনি রোগের আধুনিক চিকিৎসার পথ খুঁজতেই এই চার দিনের কর্মশালার আয়োজন করা হয়েছে।
