shono
Advertisement
Indore Incident

সহমরণ! ১০ দিন স্বামীর দেহ আগলে মৃত্যু স্ত্রীরও, ইন্দোরে উদ্ধার জোড়া দেহ

ঘটনায় হইচই পড়ে গিয়েছে এলাকায়।
Published By: Subhodeep MullickPosted: 06:39 PM Dec 19, 2025Updated: 07:18 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ১০ দিনেরও বেশি সময় পার। বন্ধ ঘরে মৃত স্বামীকে আগলে স্ত্রী! পরে সেখানেই মৃত্যু হয় যুবতীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইন্দোরের (Indore Incident) স্যাটেলাইট জংশন কলোনিতে। বৃহস্পতিবার বিকেলে দু’জনের দেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম কানহাইয়া লাল বার্নওয়াল (৪৭) এবং স্মৃতি বার্নওয়াল (৪২)। বেশ কয়েকদিন কয়েকদিন ধরেই তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের অভিযোগ, গত দু’দিন ধরে দম্পতির ঘরের সামনে থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। তখনই সন্দেহ হয় তাঁদের। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাধ্য হয়ে তাঁরা পুলিশে খবর দেন। এদিন বিকেলে পুলিশের কয়েকজন আধিকারিক ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভেঙে উদ্ধার করা হয় কানহাইয়া এবং স্মৃতির পচাগলা দেহ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অন্তত ১০ থেকে ১৫ দিন আগে মৃত্যু হয়েছে কানহাইয়ার। তারপর থেকে তাঁর দেহ আগলে ঠায় বসেছিলেন তাঁর স্ত্রী। চারদিন আগে মৃত্যু হয় যুবতীর। কিন্তু তাঁর মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি। অন্যদিকে, কানহাইয়া কী কারণে প্রাণ হারালেন, তা-ও এখন স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের এক আধিকারিক তারেশ কুমার সোনি বলেন, “কানহাইয়ার দেহ উদ্ধার হয়েছে বিছানা থেকে। অন্যদিকে, বাথরুমের ভিতর পাওয়া গিয়েছে স্মৃতির দেহ। ঘরে কোনও হাতাহাতি বা চুরি-ডাকাতির প্রমাণ মেলেনি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টানা ১০ দিনেরও বেশি সময় পার।
  • বন্ধ ঘরে মৃত স্বামীকে আগলে স্ত্রী!
  • পরে সেখানেই মৃত্যু হয় যুবতীর।
Advertisement