shono
Advertisement

Breaking News

বেঙ্গালুরুতে ‘বিষাক্ত’জলাশয়ে আগুন, তীব্র ধোঁয়ায় আতঙ্ক

দেখুন সেই ভয়াবহ দৃশ্যের টাটকা ছবি- The post বেঙ্গালুরুতে ‘বিষাক্ত’ জলাশয়ে আগুন, তীব্র ধোঁয়ায় আতঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 01:24 PM Feb 17, 2017Updated: 07:54 AM Feb 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর বেলান্দুর লেকে ফের আগুন লেগে আতঙ্ক ছড়াল বৃহস্পতিবার রাতে। তীব্র দূষণের জেরে জলাশয়টির উপরে বিষাক্ত ফেনা জমে থাকে বছরভর। সেখানেই ফের আগুন লেগেছে। জমে থাকা জঞ্জালের স্তুপ থেকে আগুন লাগতে পারে বলে অনুমান দমকলকর্মীদের। সম্ভবত এমন ভয়াবহ আগুন ও ধোঁয়া এর আগে দেখেননি স্থানীয় বাসিন্দারা। খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। লেকের আশেপাশের এলাকা কালো বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গিয়েছে।

Advertisement

(অভিযানে বাধা দিলে কাশ্মীরিদের কড়া শাস্তি, সেনাকে পূর্ণ ক্ষমতা প্রতিরক্ষামন্ত্রীর)

বেলান্দুর লেকে আগুন ধরে যাওয়া অবশ্য নতুন কিছু নয়। এই জলাশয়ে বিষাক্ত বর্জ্য জমে এমন ফেনা তৈরি হয়েছে, যে দূর থেকে দেখলে মনে হবে জলের উপর বরফ পড়েছে। সেই বিষাক্ত ফেনার নিচে রাসায়নিক বর্জ্য জমতে জমতে অবশিষ্ট জল জমাট হয়ে কালো হয়ে গিয়েছে। আগাছায় ঢেকে দিয়েছে গোটা জলাশয়। প্রায়শই ওই জলাশয়ে আগুন ধরে যায়। কিন্তু এদিনের আগুন ক্রমশই ছড়াচ্ছে। লেকের কাছে সান সিটি অ্যাপার্টমেন্টের বাসিন্দারা রীতিমতো শ্বাসকষ্টে ভুগছেন বলে দাবি করেছেন। কর্নাটকের দমকল বিভাগের ডেপুটি ডিরেক্টর কে ইউ রমেশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সম্ভবত জঞ্জালের স্তুপ থেকে আগুন লাগে ওই দূষিত লেকে।

#WATCH: Debris caught fire at Bellandur lake (Bengaluru) where toxic chemicals are dumped, smoke engulfed lake. Fire under control (16/02) pic.twitter.com/x27ru6Gz7n

— ANI (@ANI_news) February 17, 2017

সারাবছর যেভাবে দেখতে পাওয়া যায় এই জলাশয়কে:

The post বেঙ্গালুরুতে ‘বিষাক্ত’ জলাশয়ে আগুন, তীব্র ধোঁয়ায় আতঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement