সংবাদ প্রতিদিন ডিজিটাল: ওড়িশার বালাসোরের ঘটনার রেশ কাটেনি এখনও। এর মধ্যেই ফের কর্নাটকে ভয়ংকর ঘটনা। বেঙ্গালুরুতে এক কলেজ ছাত্রীকে নোটস দেওয়ার অজুহাতে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই লেকচারার-সহ তিনজনকে। ওই ছাত্রীকে শুধু ধর্ষণই নয়, ব্ল্যাকমেল করে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে তিনজন মিলে ছাত্রীটির উপর যৌন নির্যাতন চালিয়ে গিয়েছে। সম্প্রতি ছাত্রীটি পুরো ঘটনা তাঁর বাবা-মাকে জানানোর পরেই বিষয়টি প্রকাশ্যে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পদার্থবিদ্যার শিক্ষক নরেন্দ্র, জীববিজ্ঞানের শিক্ষক সন্দীপ এবং তাদের বন্ধু অনুপ। অভিযোগ, পদার্থবিদ্যার শিক্ষক ছাত্রীটিকে নোটস দেওয়ার নাম করে এক বন্ধুর বাড়িতে ডাকেন। সেখানে গিয়ে ছাত্রীটি প্রথমে ধর্ষণের শিকার হন। ঘটনাস্থলে উপস্থিত জীববিদ্যার শিক্ষক ও তাঁদের বন্ধু এই ঘটনার ভিডিও করে রাখেন। এর পর সেই ভিডিও দেখিয়ে তাঁরা ছাত্রীকে হুমকি দিতে শুরু করেন। ভিডিওটি ব্যবহার করে নির্যাতিতা ছাত্রীকে ব্ল্যাকমেল করতে শুরু করে অভিযুক্তরা। একাধিকবার ধর্ষণও করেন বলে অভিযোগ।
সংবাদ সংস্থার খবর, কর্নাটক রাজ্য মহিলা কমিশনে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছিল পরিবারের তরফে। এর পরই কমিশনের একটি এফআইআর নথিভুক্ত করে এবং নির্দেশ অনুযায়ী, মারাঠাহাল্লি পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করে। বালাসোরের ঘটনার রেশ কাটতে না ঘটনায় দেশজুড়ে নারী নিরাপত্তা নিয়ে কাটতেই বেঙ্গালুরুতে এই ভয়াবহ প্রশ্ন উঠেছে।
