দিনের আলোয় বেঙ্গালুরুতে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার এক মহিলা! তাঁর অভিযোগ, এক ব্যক্তি নগ্ন অবস্থায় গাড়ি নিয়ে সোজা এগিয়ে আসছিলেন তাঁর দিকে। সমাজমাধ্যমে ঘটনার বিবরণ দিয়ে একটি ভিডিও পোস্টও করেছেন ওই মহিলা। যা একেবারে শিউরে ওঠার মতো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে 'টেকসিটি' বেঙ্গালুরুতে। সমাজমাধ্যমে সেই ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, নারী নিরাপত্তা নিয়েও।
মহিলার অভিযোগ, অফিসের কাজ সেরে বাড়ি ফেরার সময় রাস্তায় তিনি একটি অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। তাঁর দাবি, গাড়ির ভিতরে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিলেন এক ব্যক্তি। অভিযুক্ত তাঁকে বারবার গাড়ির ভিতর থেকে ডাকতে থাকেন। তারপর গাড়িটি সোজা তাঁর দিকে এগিয়ে নিয়ে যান বলেও অভিযোগ। ঘটনায় রীতিমতো অফিস ফেরত ওই মহিলা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। মহিলা আরও জানিয়েছেন, ঘটনাটি একেবারে প্রকাশ্যে দিনের আলোতেই ঘটে। তিনি যখন ওই ব্যক্তির ডাকে সাড়া দিতে অস্বীকার করেন, তখন সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গাড়িটি তাঁর দিকে চালিয়ে নিয়ে যান। আশেপাশে একাধিক পথচারী থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে দাবি আক্রান্ত ওই মহিলা। এমনকী চিৎকার করে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি বলেও দাবি তাঁর। যা নিয়ে সামাজিক মাধ্যমে করা পোস্টে গভীর হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন মহিলা।
পরিস্থিতি আরও খারাপ হলে বা পরে পুলিশের কাছে অভিযোগ জানাতে হলে প্রমাণ হিসেবে ব্যবহার করার জন্য তিনি ঘটনার ওই ভিডিও রেকর্ড করেন। তাঁর কথায়, ভিডিওটি ছিল নিজের সুরক্ষার জন্য এবং ঘটনার প্রমাণ রাখার জন্য। ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই বেঙ্গালুরু সিটি পুলিশকে ট্যাগ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর (FIR) দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
