shono
Advertisement

বিহারের রায়: নিজেদের জয়ী বলে ঘোষণা অমিত শাহর, ধন্যবাদ জানিয়ে টুইট মোদির

রাত ১টায় সাংবাদির সম্মেলন নির্বাচন কমিশনের।
Posted: 08:14 AM Nov 10, 2020Updated: 01:23 AM Nov 11, 2020

বিহার বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ আজ। তরুণ তুর্কি তেজস্বী যাদব নাকি অভিজ্ঞ নীতীশ কুমার? কার দখলে যাবে পাটনার মসনদ? অপেক্ষায় গোটা দেশ। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে, কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগণনা, প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন। 

Advertisement

রাত ১.০৫: ২২৩টি আসনের গণনা সম্পূর্ণ হয়েছে। আর ১৭টিতে গণনা চলছে। ৬৬ রাউন্ডের কাউন্ট বাকি। দ্রুত গণনা শেষ করা চেষ্টা করা হচ্ছে বলে জানাল নির্বাচন কমিশন। 
রাত ১২.৫৫:
নিজের গড়ে জয়ী তেজস্বী যাদব।
রাত ১২.১৫:
রাত ১টার সময় সাংবাদিক বৈঠক করবে নির্বাচিন কমিশন। তখনই স্পষ্ট হতে পারে ফলাফল।

রাত ১২.০০: ‘বিহারবাসীর কাছে উন্নয়নই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমাদের ভোট দিয়েছে তারা।’ টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

 


রাত ১১.৩০:
সবকটি আসনের ফল আসার আগেই নিজেদের জয়ী বলে ঘোষণা করলেন অমিত শাহ।


রাত ৯ টা ৫৫:
কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের দপ্তরে হাজির কংগ্রেস ও আরজেডি দলের প্রতিনিধিরা 

রাত ৯ টা ১৯: একটি আসনে জয়ী মায়াবতীর বহুজন সমাজ পার্টি। 

রাত ৯ টা ১৩: ভোট পুনর্গণনার দাবি তুললেন কুরহানির বিজেপি প্রার্থী কেদার গুপ্তা। EVM গণনা ও স্লিপে বিসঙ্গতির অভিযোগ তাঁর।  

রাত ৮ টা ৪০: গণনায় কারচুপি হচ্ছে। অভিযোগ আনল আরজেডি। কাউন্টিং অফিসারদের প্রভাবিত করার অভিযোগ উঠল নীতীশ কুমার ও সুশীল কুমারের বিরুদ্ধে।

রাত ৮টা: এখনও স্পষ্ট কোনও ফলাফলের ইঙ্গিত মিলছে না বিহারে। সংখ্যাগরিষ্ঠতার আশেপাশেই ঘুরছে এনডিএ। এই মুহূর্তে তারা এগিয়ে ১২৪ আসনে। মহাজোট এগিয়ে ১১২ আসনে। এলজেপি শূন্য এবং অন্যান্যরা ৭ আসনে এগিয়ে। 

সন্ধে ৭ টা ৪০: জেহানাবাদ কেন্দ্র থেকে জিতলেন তেজপ্রতাপ যাদব।  

সন্ধে ৭টা ২০: মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়িতে উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি, আছেন বিহার বিজেপির সভাপতিও।

সন্ধে ৭টা: ফের লড়াইয়ে ফিরছে মহাজোট। এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতার নিচে NDA। তারা এগিয়ে ১১৯ আসনে। মহাজোট এগিয়ে ১১৬ আসনে।

সন্ধে ৬টা ৩০: ফের পটপরিবর্তন! আসন সংখ্যা বেশ খানিকটা বাড়িয়ে নিল মহাজোট। এই মুহূর্তে এনডিএ এগিয়ে ১২৩ আসনে। মহাজোট এগিয়ে ১১৩ আসনে।  

সন্ধে ৬টা: বিকেল পাঁচটা অবধি ভোট গণনা হয়েছে ৫০ শতাংশ, জানাল নির্বাচন কমিশন। 

বিকেল ৫টা ৩০: জয়ের ইঙ্গিত মিলতেই নীতীশ কুমারের সঙ্গে কথা অমিত শাহর। 

বিকেল ৫টা: সামান্য কমার ইঙ্গিত এনডিএর আসন।এই মুহূর্তে তারা এগিয়ে ১২৬ আসনে। মহাজোট এগিয়ে ১০৮ আসনে।

বিকেল ৪টে ৩০: বিহারে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই, জানালেন বিজেপির রাজ্য সভাপতি।  

বিকেল ৪টে: দিল্লির বিজেপি দপ্তরে শুরু সেলিব্রেশন, শুরু কর্মীদের আনাগোনা। যে কোনও মুহূর্তে দপ্তরে যেতে পারেন জে পি নাড্ডা। 

দুপুর ৩টে ৪৫ মিনিট:  দ্বারভাঙ্গা আসনে প্রথম জয় বিজেপির, শুরু সেলিব্রেশন। 

দুপুর ৩ টে ৩০: এই মুহূর্তে পাওয়া ফলাফল বলছে ১৩০ আসনে এগিয়ে এনডিএ। মহাজোট এগিয়ে ১০৪ আসনে। মাত্র ২টি আসনে এগিয়ে এলজেপি এবং অন্যান্যরা এগিয়ে ৮টি আসনে। 

দুপুর ৩টে ২০: সরকার আমরাই গড়ব, হারের ইঙ্গিত পাওয়ার পরও দাবি আরজেডির। তাঁদের দাবি, জেলা থেকে আসা রিপোর্ট বলছে, বিহারে পরিবর্তন হবেই। 

দুপুর ৩টে:  পাটনায় বিজেপি দপ্তরে ঢাকঢোল পিটিয়ে সেলিব্রেশন। একই ছবি জেডিইউ দপ্তরেও। 

দুপুর ২ টো ৩০: স্পষ্ট হারের ইঙ্গিত মিললেও আত্মবিশ্বাস হারাচ্ছে না আরজেডি। ফলাফল বদলাবে, দাবি মনোজ ঝাঁর।

দুপুর ২ টো ১৫: এখনও বিরোধীদের থেকে ব্যবধান বজায় রেখেছে বিজেপি-জেডিইউ। তারা এগিয়ে ১২৯ আসনে। অন্যদিকে মহাজোট এগিয়ে ১০২ আসনে। 

দুপুর ২টো: ইভিএম হ্যাক করা সম্ভব নয়, আরও একবার জানিয়ে দিল নির্বাচন কমিশন। 

দুপুর ১টা ৪৫: এগিয়ে তেজস্বী-তেজপ্রতাপ। জিতছেন জিতন রাম মাঝিও। পিছিয়ে লব সিনহা।  

দুপুর ১টা ৩০: করোনার জন্য অনেক বেশি ইভিএম ব্যবহার হয়েছে, তাই সময় লাগছে ফলাফল প্রকাশ্যে আসতে। আজ মাঝরাত পর্যন্ত চলবে ভোটগণনা। জানাল নির্বাচন কমিশন।  

দুপুর ১ টা: এখনও পর্যন্ত ভোট গোণা হয়েছে ২০ শতাংশের সামান্য বেশি, জানালেন কমিশনের আধিকারিক।

দুপুর ১২টা ৪৫: এখনও ১২৭ আসনে এগিয়ে জেডিইউ, বিজেপি জোট। তবে বেশ কিছু আসনে ব্যবধান হাজারেরও কম। 

দুপুর ১২টা ৩০ মিনিট: এই মুহূর্তের ফলাফল অনুযায়ী এনডিএ ভোট পেয়েছে ৩৯ শতাংশ, মহাজোট পেয়েছে ৩৮ শতাংশ। এলজেপি সাড়ে ৪ শতাংশ এবং অন্যান্যরা প্রায় ১৭ শতাংশ। 

দুপুর ১২টা: ফলাফলের ট্রেন্ড স্পষ্ট ইঙ্গিত করছে, বিহারে সরকার গড়তে চলেছে বিজেপি-জেডিইউ জোট। এই মুহূর্তে এনডিএ এগিয়ে ১২৮ আসনে। মহাজোট এগিয়ে ১০১ আসনে।   

সকাল ১১টা ৫০: সেলিব্রেশন শুরু বিজেপি দপ্তরেও।

 

সকাল ১১.৪০: জয়ের আভাস মিলতেই জেডিইউ দপ্তরে শুরু সেলিব্রেশন। 

সকাল ১১ টা ৩০: বাকিপুরে পিছিয়ে কংগ্রেস প্রার্থী লব সিনহা। পিছিয়ে সুভাষিণী যাদবও। 

সকাল ১১টা ২০: গণনার আগেই বিহারের আরায় বিজেপি নেত্রীর স্বামীকে গুলি করে খুন। 

সকাল ১১টা১৫: এই মুহূর্তে ৪০ আসনে ভোটের ব্যবধান ১ হাজারেরও নিচে।

সকাল ১১ টা: ট্রেন্ডে সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেল এনডিএ। এই মুহূর্তে তাদের দখলে ১৩০, মহাজোট মাত্র ৯৬ আসনে। এলজেপি ৭ আসনে। 

সকাল ১০টা ৩০: ফের এগিয়ে গেল এনডিএ। এই মুহূর্তে এনডিএ ১১৬, আরজেডি ১০৬। এলজেপি এগিয়ে ৯ আসনে। 

সকাল ১০টা ২৫: ট্রেন্ডে ফের এগিয়ে গেল মহাজোট, এগিয়ে গেলেন তেজস্বী যাদব। 

সকাল ১০টা ১৫: জেহানাবাদ কেন্দ্রে পিছিয়ে গেলেন তেজপ্রতাপ যাদব। পিছিয়ে জিতন রাম মাঝি।

সকাল ১০টা ১০: দলগতভাবে বিজেপি এগিয়ে ৬৩ আসনে, জেডিইউ ৪৯ আসনে। আরজেডি ৭৯ আসনে, কংগ্রেস এগিয়ে ২২ আসনে। চিরাগ পাসওয়ান এগিয়ে ৮ আসনে। 

সকাল ১০টা:  প্রথমবার এগিয়ে গেল এনডিএ। এই মুহূর্তে এনডিএ এগিয়ে গেল ১২০ আসনে। মহাজোট এগিয়ে ১১৩। চিরাগ পাসওয়ান ৮ আসনে।  

সকাল ৯টা ৪৫: এলজেপি এগিয়ে ৯ আসনে। কিংমেকার হতে পারেন চিরাগ পাসওয়ান। 

সকাল ১০টা ৩৫: বিহারে কঠিন লড়াইয়ের ইঙ্গিত। ব্যবধান অনেকটা কমাল এনডিএ। এই মুহূর্তে ১১৬ আসনে এগিয়ে মহাজোট। এনডিএ এগিয়ে ১১৩ আসনে। 

সকাল ৯টা ৩০: আরজেডি একক বৃহত্তম দল হওয়ার ইঙ্গিত আরজেডির। দ্বিতীয় স্থানে বিজেপি।

সকাল ৯টা ২০: বেলা বাড়তেই কঠিন লড়াইয়ের ইঙ্গিত মিলছে। এই মুহূর্তে ১০২ আসনে এগিয়ে মহাজোট, এনডিএ এগিয়ে ৯৬ আসনে। 

সকাল ৯ টা ১০: ব্যবধান কমাচ্ছে এনডিএ, আসন বাড়ছে বিজেপি, জেডিইউ।  

সকাল ৯টা: পিছিয়ে ভিআইপি পার্টির প্রধান মুকেশ সাহানি।

সকাল ৮টা ৪৫: সর্বশেষ ট্রেন্ডে মহাজোট এগিয়ে ৬৬ আসনে। NDA এগিয়ে ৩৮ আসনে। 

সকাল ৮টা ৩৫: এগিয়ে হিন্দুস্তান আওয়াম মোর্চা নেতা জিতন রাম মাঝি। 

সকাল ৮টা ৩২: ৬০ আসনের প্রাথমিক ট্রেন্ড বলছে অনেকটা এগিয়ে মহাজোট। ৬০ আসনের মধ্যে মহাজোট এগিয়ে ৪০ আসনে। মহাজোট এগিয়ে ২০ আসনে। 

সকাল ৮ টা ৩০: বাকিপুর কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী লব সিনহা। পাটনা সাহিব কেন্দ্রেও এগিয়ে কংগ্রেস। 

সকাল ৮টা ২০: এগিয়ে তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব। 

সকাল ৮টা ১৫: ট্রেন্ডে আরও বাড়ছে মহাজোটের লিড। এখনও পর্যন্ত ১৪ আসনে এগিয়ে তেজস্বী। এনডিএ এগিয়ে ৭ আসনে।  

সকাল ৮টা ১০: প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে মহাজোট। ৬ আসনে এগিয়ে মহাজোট। ৪ আসনে এগিয়ে এনডিএ।  

সকাল ৮টা: বিহারে শুরু ভোটগণনা। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট। 

সকাল ৭ টা ৪৫: সকাল থেকেই নিজের বাড়িতে আটকে তেজস্বী যাদব। নজর রেখেছেন টিভিতে। সমর্থকদের সকাল ১০ টার আগে পাটনায় না আসার নির্দেশ দিয়েছেন তিনি।

সকাল ৭টা ৩০: ইভিএমের স্ট্রংরুম খোলা হচ্ছে। বিহারজুড়ে উৎকণ্ঠা। 

সকাল ৭টা ১৫: ছেলে তেজস্বীর জন্য শুভকামনা করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। বললেন বিহারবাসী তেজস্বীকে উফার দেবেন। 

সকাল ৭টা: ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে গিরে ফেলা হয়েছে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্র। প্রার্থী এবং এজেন্ট ছাড়া আরও কারও ভিতরে প্রবেশের অনুমতি নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement