shono
Advertisement
Pappu Yadav

ফের খুনের হুমকি বিহারের 'বাহুবলী' নেতা পাপ্পু যাদবকে! কাঠগড়ায় বিষ্ণোই গ্যাং

অক্টোবরের পরে ফের আটঘণ্টায় জোড়া হুমকি বার্তা।
Published By: Biswadip DeyPosted: 08:24 PM Nov 07, 2024Updated: 08:24 PM Nov 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবরের শেষের দিকে খুনের হুমকি দেওয়া হল পুর্নিয়ার 'বাহুবলী' সাংসদ পাপ্পু যাদবকে। বিহারের নির্দলীয় নেতাকে এবার ফের প্রাণনাশের হুমকি দেওয়া হল। তাও আটঘণ্টায় দুবার! কাঠগড়ায় ফের লরেন্স বিষ্ণোই গ্যাং! দাবি, বুধবার রাত ২টোয় একবার, ফের বৃহস্পতিবার সকাল ১০টায় ফোনে অডিও বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয় পাপ্পুকে।

Advertisement

বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন পাপ্পু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ জানান, ‘‘এদের পুরো গ্যাং আমি ২৪ ঘণ্টায় শেষ করে দেব।’’ আর এর পর থেকেই শুরু হয় তাঁকে হুমকি দেওয়া। গত অক্টোবরের শেষ সপ্তাহে ফোনে তাঁকে অডিও বার্তা পাঠিয়ে জানানো হয়, তাঁর গতিবিধি নজরে রাখা হয়েছে। সলমন মামলা থেকে দূরে না থাকলে খুন করা হবে সাংসদকে। অডিও মেসেজ পাঠানো ওই ব্যক্তি দাবি করে, সে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ। একই সঙ্গে জানায়, লরেন্সের বিরুদ্ধে কোনওরকম মন্তব্য না করে পাপ্পু যেন তাঁর নিজের চরকায় তেল দেন। এটাও জানান, পাপ্পুকে তারা বড় ভাইয়ের চোখে দেখে। তার পরও যদি তিনি কথা না শোনেন সেক্ষেত্রে পরিণতি অত্যন্ত শোচনীয় হবে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করে পুলিশ।

হুমকির পর পাপ্পু কেন্দ্রের কাছে আর্জি জানান নিরাপত্তা বৃদ্ধির। এখন তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান। কিন্তু প্রাণনাশের হুমকি পেয়ে জেড ক্যাটাগরির নিরাপত্তা দাবি করেছিলেন পাপ্পু। এবার ফের জোড়া হুমকির মুখে পড়তে হল তাঁকে। তাঁর ব্যক্তিগত সচিব পুলিশে অভিযোগ দায়ের করেছেন। জানিয়েছেন, এবারও হোয়াটস্যাপে অডিও বার্তা পাঠানো হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে, এই হুমকিও দেওয়া হচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অক্টোবরের শেষের দিকে খুনের হুমকি দেওয়া হল পুর্নিয়ার 'বাহুবলী' সাংসদ পাপ্পু যাদবকে।
  • বিহারের নির্দলীয় নেতাকে এবার ফের প্রাণনাশের হুমকি দেওয়া হল। তাও আটঘণ্টায় দুবার!
  • কাঠগড়ায় ফের লরেন্স বিষ্ণোই গ্যাং! দাবি, বুধবার রাত ২টোয় একবার, ফের বৃহস্পতিবার সকাল ১০টায় ফোনে অডিও বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয় পাপ্পুকে।
Advertisement